বছরের সপ্তম মাস জুলাই। পাশাপাশি রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
ইংরেজি বছরের ষষ্ঠ মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়।
কন্যা রাশির ব্যক্তিত্ব-
রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না। চাকরির থেকে ব্যবসায় জাতক-জাতিকাদের উন্নতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এরা সকলের জন্য চিন্তা করেন। এরা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এরা একা থাকতে পছন্দ করেন না। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। তবে জেনে নেওয়া যাক বছরের ষষ্ঠ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
আরও পড়ুন- এই মাসে ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর
আরও পড়ুন- এই মাসে অর্থহানির আশঙ্কা রয়েছে, জেনে নিন জুলাই মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর
আরও পড়ুন- সম্পর্কে বিরহ যোগ রয়েছে, দেখে নিন আষাঢ় মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর
জুলাই মাস কেমন প্রভাব ফেলবে-
জুলাই মাসে কন্যা রাশির ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে।