বাস্তু মেনে গাছ লাগান, জেনে নিন কোন দিকে গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে

Published : Feb 10, 2022, 07:11 PM ISTUpdated : Feb 10, 2022, 07:14 PM IST
বাস্তু মেনে গাছ লাগান, জেনে নিন কোন দিকে গাছ রাখলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে

সংক্ষিপ্ত

বাস্তু বলতে শুধু ঘরের দিক নির্দেশ বোঝায় না। কথায় আছে, একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই পড়ে বাস্তুর মধ্যে। গৃহসজ্জা থেকে বাগান সজ্জা সবই পড়ে বাস্তুর ভিতর। ঘরের ঠিক দিকে গাছ (Tree) না রাখতে হতে পারে বাস্তু ভুল। এবার বাস্তু মেনে গাছ লাগান, জেনে নিন কোন দিকে গাছ রাখা শুভ।

প্রচলতি ধারণা অনুসারে, বাড়িতে বাস্তু দোষ (Vastu Dosh) থাকলে তা উন্নতির পথে বাঁধা দেয়। তবে, শুধু উন্নতি নয়, পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, আর্থিক ক্ষতি হতে পারে বাস্তু ভুলে। এর সঙ্গে পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানীর (Health Problems) কারণ হতে পারে ভুল বাস্তু। কিন্তু, বাস্তু বলতে শুধু ঘরের দিক নির্দেশ বোঝায় না। কথায় আছে, একটি সূচ থেকে দেওয়াল চিত্র সবই পড়ে বাস্তুর মধ্যে। গৃহসজ্জা থেকে বাগান সজ্জা সবই পড়ে বাস্তুর ভিতর। ঘরের ঠিক দিকে গাছ (Tree) না রাখতে হতে পারে বাস্তু ভুল। এবার বাস্তু মেনে গাছ লাগান, জেনে নিন কোন দিকে গাছ রাখা শুভ। 
   

  • শাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর পূর্ব দিকে গাছ লাগাবেন না। এতে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সংসারে নেমে আসতে পারে অমঙ্গল। 
  • বাস্তু শাস্ত্র অনুসারে, পূর্ব বা উত্তর দিকে গাছ লাগাতে পারেন। এই দিকে ছোট কোনও গাছ রাখতে পারেন। এতে আর্থিক ক্ষতি থেকে মুক্তি পাবেন। 
  • এমন দিকে গাছ লাগাবেন না যাতে সূর্যরশ্মি আটকে যায়। বাস্তু মতে, বড় গাছগুলো বেশিরভাগ সূর্যালোককে অবরুদ্ধ করবে। তাই এই দিকে ভুলেও বড় গাছ লাগাবেন না। 
  • তুলসী গাছ রাখার সেরা জায়গা হল পূর্ব দিক। আপনি বাড়ির বারান্দায় বা উত্তর বা উত্তর পূর্ব দিকের জানলার কাছে তুলসী গাছ (Tulsi Leaves) রাখতে পারেন। তুলসী গাছের (Tulsi Leaves) পাতা শুকিয়ে গেলে তা কেটে ফেলুন। কিংবা তুলসী গাছ শুকিয়ে গেলে তা ভুলেও বাড়িতে রাখবেন না। এতে অমঙ্গল নেমে আসতে পারে। 
  • দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছ লাগাতে পারেন। এমন ভাবে গাছ লাগান যাতে সকাল ৯টা থেকে দুপুর ৩ টের  মধ্যে তার ছায়া বাড়িতে না পড়ে। এতে সংসারে সুখ শান্তি বজায় থাকে। 
  • বাড়ির বাগানে কিংবা বাড়ির কাছে পিপল বা বটবৃক্ষ মতো বড় গাছ লাগাবেন না। এতে সংসারে খারাপ প্রভাব পড়ে। ঘর সাজাতে অনেকেই ক্যাকটাস গাছ ব্যবহার করে থাকেন। এই গাছ রাখার আগে বাস্তু মত জেনে নেবেন।   
  • বাড়িতে গাছ লাগালে তা যত্ন নিতে হবে। প্রতিদিন গাছের শুকনো পাতা ছেঁটে ফেলে দিন। তা না হলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। যে কোনও গাছ শুকিয়ে গেলে তা বদলে ফেলুন। 

আরও পড়ুন: গৃহসজ্জা করুন বাস্তু মেনে, ইন্টিরিয়র ডেকরেশন করার আগে মাথায় রাখুন এই কয়টি জিনিস

আরও পড়ুন: নতুন জমি কিনতে মেনে চলুন বাস্তু মত, স্বপ্নের বাড়ি তৈরির আগে দেখে নিন এই কয়টি জিনিস

আরও পড়ুন: বাড়ি ভাড়া নেওয়ার আগে দেখে নিন এই কয়টি জিনিস, এই কয় ভুলে অমঙ্গল নেমে আসতে পারে সংসারে

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল