দ্বিমুখী রুদ্রাক্ষের গুণাগুণ ও ধারণের উপকারীতা

  • শাস্ত্রমতে প্রতিটি রুদ্রাক্ষের মধ্যে দেবাদিদেব মহাদেবের প্রভাব বর্তমান
  • হিন্দুশাস্ত্র মতে রুদ্রাক্ষের অর্থ হল ভগবান শিবের তৃতীয় চোখ থেকে জন্ম নিয়েছে যে উপাদান
  • দ্বীমুখি রুদ্রাক্ষ অনেকক্ষেত্রে 'হরগৌরী'  নামে পরিচিত
  • এই রুদ্রাক্ষ ধারণে মানুষ অপরাজেয় হয়

deblina dey | Published : Aug 19, 2019 7:07 AM IST / Updated: Apr 29 2020, 08:19 AM IST

শাস্ত্রমতে প্রতিটি রুদ্রাক্ষের মধ্যে দেবাদিদেব মহাদেবের প্রভাব বর্তমান। তবে সব রুদ্রাক্ষের মধ্যে সেই বিশেষ গুণ থাকে না তা রয়েছে বিশেষ কয়েকটি রুদ্রাক্ষেই। হিন্দুশাস্ত্র মতে রুদ্রাক্ষের অর্থ হল ভগবান শিবের তৃতীয় চোখ থেকে জন্ম নিয়েছে যে উপাদান। রুদ্রাক্ষের মধ্যে বহু প্রকার শক্তি কেন্দ্রীভুত থাকে বলে মনে করা হয়।
দ্বীমুখি রুদ্রাক্ষ অনেকক্ষেত্রে 'হরগৌরী'  নামে পরিচিত। মনে করা হয় এই রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা বৃদ্ধি পায় সেই সঙ্গে জীবনে শান্তি এনে দেয়। ‘ওঁ নমো শিবায়’মন্ত্র উচ্চারণ করে এই রুদ্রাক্ষ ধারণ করলে এই রুদ্রাক্ষ উজ্জীবিত হয়। এই দ্বীমুখি রুদ্রাক্ষ ডান হাতে বা গলায় ধারণ করলে তিন জন্মের পাপ দূর হয়, বলে মনে করা হয়।

Latest Videos

রাশিচক্রে কেতুগ্রহ নীচস্থ, পাপপীড়িত বা যে কোনও অশুভভাব এবং গ্রহের শান্তির জন্য এই রুদ্রাক্ষ নিয়ম মেনে 'ওঁ শ্রীং' মন্ত্র ১০৮ বার জপ করে ধারণ করলে রাশি ও গ্রহের সমস্ত দোষ কেটে যায়।
এই রুদ্রাক্ষকে মনে করা হয় দেব দেবীর সমতুল্য। তাই মনে করা হয় এই রুদ্রাক্ষ ধারনকারী সকল দেবদেবীর আশীর্বাদ পান এবং তাঁর সকল রকমের সমস্যা কেটে যায়। ধারনকারীর যদি কোনও কু-অভ্যাস থাকে তাহলে সেটা এই রুদ্রাক্ষ ধারনে দূর হয়ে যায়। 

Share this article
click me!

Latest Videos

হাতে জাতীয় পতাকা পরনে কালো ব্যাজ! আরজি কর প্রতিবাদে গলা মেলালেন রেলযাত্রীরা | Ranaghat News Today |
এবার রাষ্ট্রপতির কাছে চিঠি জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন আন্দোলনরত ডাক্তাররা | R G Kar
'লাইভ স্ট্রিমিং-য়ে আপত্তি কোথায়? মুখোশ খুলে যাবে?' মমতাকে প্রশ্ন শুভেন্দুর | Suvendu Adhikari
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির যুব মোর্চার ধর্না ভেসে উঠলো হুঙ্কার ‘উই ডিমান্ড জাস্টিস’ | RG Kar
'কীসের ভয়ে লাইভ স্ট্রিমিং করতে চাইলেন না মাননীয়া?' মমতাকে একহাত নিলেন রুপা গঙ্গোপাধ্যায় | R G Kar