জেনে নিন রাহুর ভয়ঙ্কর প্রভাবে কী কী ক্ষয় ক্ষতি হয়

Published : Aug 05, 2019, 02:01 PM IST
জেনে নিন রাহুর ভয়ঙ্কর প্রভাবে কী কী ক্ষয় ক্ষতি হয়

সংক্ষিপ্ত

রাহুর প্রভাব মানব জীবনে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে রাহু যখন যে ভাবে বা ঘরে অবস্থান করে সেই ভাব বা ঘরকে প্রভাবিত করে  এর কোনও বস্তুগত উপস্থিতি নেই যে গ্রহের ঘরে অবস্থান তার মত ফল প্রদান করে

অ্যাস্ট্রোনমি অনুযায়ী, সূর্য বা রবির কক্ষপথ দুটো বিন্দুতে চন্দ্রের কক্ষ পথকে ছেদ করে। আর চন্দ্রও ঠিক রবির কক্ষ পথকে দুটো বিন্দুতে ছেদ করে। উত্তর দিকের ছেদ বিন্দুকে রাহু ও দক্ষিণ দিকের ছেদ বিন্দুকে কেতু বলা হয়। আবার গনিতজ্ঞদের মতে এরা দুটি বিন্দুমাত্র, এদের কোনও বস্তুগত উপস্থিতি নেই। তবে জ্যোতিষশাস্ত্রের মতে বস্তুগত উপস্থিতি না থাকলেও এদের প্রভাব মানব জীবনে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে।
রাহু যখন যে ভাবে বা ঘরে অবস্থান করে সেই ভাব বা ঘরকে প্রভাবিত করে। যে নক্ষত্রে অবস্থান করে তার মতো বা যে গ্রহের ঘরে থাকে তার মত ফল প্রদান করে। এখন দেখে নেওয়া যাক লগ্নভাবে রাহু থাকলে কী হতে পারে-
এদের সঙ্গে কারও স্থায়ী সম্পর্ক তৈরি হয় না।
ছাত্র বা ছাত্রীরা সারা বছর রুটিন মাফিক পড়াশুনা করবে না, পরীক্ষার আগে কোনও মতে পড়ে পাশ করার চেষ্টা করে।
এরা অকারনেই প্রচুর মিথ্যে কথা বলে। সব সময় প্রচুর মাথা গরম থাকে।
সারা জীবন কোনও না কোনও সমস্যা সামলাতে হয়। সুনাম পায় না সেই সঙ্গে মানহানি হয়।
এদের রক্তচাপের সমস্যা থাকে এবং ব্রেন স্ট্রোকে জীবন হানির সম্ভাবনা থাকে।

PREV
click me!

Recommended Stories

Numerolog: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে সরস্বতী পুজোর দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল