দশকের প্রথম চন্দ্রগ্রহণ কখন কবে দেখা যাবে, জেনে নিন বিস্তারিত

  • কবে হবে দশকের প্রথম চন্দ্রগ্রহণ
  • কোথা থেকে দৃশ্য হবে এই চন্দ্রগ্রহণ
  • চন্দ্রগ্রহণ কাকে বলে
  • কটা থেকে লাগবে ও কটায় শেষ হবে এই গ্রহণ

deblina dey | Published : Jan 7, 2020 9:43 AM IST

পৃথিবী যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করে। পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদের আংশিক বা সম্পূর্ণরূপ কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়, তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। আর আংশিক গ্রহণের সময় নির্দিষ্ট পরিমাণ সূর্যের আলো পৃথিবীকে ছাপিয়ে চন্দ্রপৃষ্ঠে পড়ে। তাকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ। 

আরও পড়ুন- জীবনের সমস্যা কাটিয়ে উঠতে, এই বস্তুটি কাজ করবে ম্যাজিকের মতো

নতুন বছরে ১০ জানুয়ারি শুক্রবার নতুন দশকের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, দেশের সমস্ত জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। এছাড়া আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া-সহ এশিয়ার বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে। টানা ৪ থেকে ৫ মিনিট ধরে চলবে এই গ্রহণ। শুক্রবার ভারতীয় সময় রাত ১০ টা বেজে ৩৭ মিনিটে শুরু হবে এই গ্রহণ। শেষ হবে ১১ জানুয়ারি রাত ২ টো বেজে ৪২ মিনিট অবধি।

 

 

আরও পড়ুন- ব্যবসায় সাফল্য লাভে স্থাপন করুন এই গণেশ-এর মূর্তি, মেনে চলুন বিশেষ এই রীতি

নতুন বছরে অর্থাৎ ২০২০ সালে ১০ জানুয়ারি ছাড়া ৫ জুন শুক্রবার, ৫ জুলাই বুধবার এবং ৩০ নভেম্বর সোমবার রয়েছে চন্দ্রগ্রহণের যোগ। ১০ জানুয়ারি শুক্রবার গ্রহণের মুহূর্তে পৃথিবীর ছায়ায় চাঁদের ৯০ শতাংশ ঢেকে যাবে। এই দিনে অন্যান্য দিনের তুলনায় চাঁদের উজ্জ্বলতা অনেক কমে যায়। 

Share this article
click me!