সংখ্যাতত্ত্ব গবেষণা অনুযায়ী, যেমন আমাদের জন্ম তারিখের সঙ্গে আমাদের জীবনের ভালো মন্দ দিক যুক্ত থাকে। আমাদের জীবনকে প্রভাবিত করে। ঠিক একই রকমভাবে আমাদের জন্মবারের সঙ্গে আমাদের ভাগ্য জড়িত। তাই মনে করা হয়, নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজ না হলে তা জীবনকে বিপর্যস্ত করে তোলে। তাই জীবনকে সুন্দরভাবে কাটাতে বা ভবিষ্যৎত গড়ে তুলতে আমাদের জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিতে হয়। আর এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের জীবনে নিত্য নৈমিত্তিক এমন বহু সমস্যার সম্মুখীন হতে হয়, যা আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি। আর তার একমাত্র সহজ উপায় হল রং।
অবাক লাগলেও গবেষকরা মনে করেন, রং বিভিন্ন ওয়েবলেন্থ-এর মধ্যে দিয়ে আমাদের উপর খারাপ বা ভালো প্রভাব ফেলে। আর কোন রং আপনার জীবনকে প্রভাবিত করবে তা কিছুটা নির্ভর করে জন্মবারের উপর। জেনে নেওয়া যাক জন্মবার অনুযায়ী আপনার শুভ রং কোনটি-
রবি যদি জন্ম বার হয় তাহলে আপনার শুভ রং কমলা বা গোলাপি।
সোমবার যদি জন্ম হয় তাহলে আপনার শুভ রং সাদা।
মঙ্গল বার জন্ম হলে লাল আপনার শুভ রং।
বুধ বার যদি জন্ম হয় তাহলে আপনার শুভ রং সবুজ।
বৃহস্পতি বার যদি জন্ম হয় তাহলে আপনার শুভ রং হলুদ।
শুক্র বার যদি জন্ম হয় তাহলে আপনার শুভ রং সাদা বা যে কোনও উজ্জ্বল রং।
শনিবার বার যদি জন্ম হয় তাহলে আপনার শুভ রং নীল বা কালো।