বাস্তু মেনে তৈরি করুন নতুন বাড়ি, জেনে নিন মূল দরজা কেমন হওয়া উচিত

Published : Jul 21, 2019, 05:25 PM IST
বাস্তু মেনে তৈরি করুন নতুন বাড়ি, জেনে নিন মূল দরজা কেমন হওয়া উচিত

সংক্ষিপ্ত

শুধু নিরাপত্তাই নয়, দরজার ভুমিকা অনেক বাস্তু মেনেই তৈরি করুন মূল দরজা বাড়িতে অশুভ শক্তির প্রভাব দরজা কেমন হওয়া উচিত জানুন বাস্তু মেনেই তৈরি করুন বাড়ি

বাড়ির মূল দরজা কেমন হওয়ার উচিত সেই দিকে অনেকেই বিশেষ নজর দেন না। নজরে যা থাকে তা হল বাড়িতে নিরাপত্তা। নিরাপত্তার খতা মাথায় রেখেই বাড়ির দরজা কেমন হবে সেই সিদ্ধান্ত নিয়ে থাকেন সকলে, কিন্তু তাতে সাময়িক নিরাপত্তা মিটলেও, অশান্তির হাত থেকে নিস্তার থাকে না কারুর। বাড়ির মূল দরজা যদি বাস্তু নিয়ম না মেনে হয়, তবে অচিরেই বাড়িতে ও পরিবারে নানা সমস্যার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ বাস্তুশাস্ত্র মতে, বাড়ির সিঁড়িটি কেমন হবে, রইল সেই সংক্রান্ত কিছু টিপস

তাই পরিবারের ওপর থেকে কুপ্রভাব এড়াতে জেনে নিন মূল দরজা তৈরির নিয়ম।
১. বাড়ির দরজা কাঠের হওয়া উচিত। শুধু তাই নয় বাস্তু মতে বলে এই দরজা ভেতরের দিকে খোলা উচিত। বাইরের দিকে খুললে তা থেকে পরিবারের কর্তার দুশ্চিন্তা, মানসিক অশান্তিতে দিন কাটতে পারে।
২. বাড়ির মূল দরজা অন্যান্য দরজার থেকে সর্বদা বড় হওয়া উচিত। নইলে তা থেকে পরিবারের অর্থ সমস্যা দেখা দিতে পারে। 
৩. ভোরবেলা বাড়ির দরজা নিয়ে যেন রোদ প্রবেশ করতে পারে, সেই দিকে নজর রাখা উচিত। এতে পরিবারে শুভ শক্তির প্রভাব বাড়ে।
৪. অনেকেই বাড়ির দরজার ওপরে ছুঁড়ি, তলোয়ার, রেখে থাকেন ঘর সাজানোর জন্য। কিন্তু এতে পরিবারের সমস্যা বাড়ে। 
৫. বাড়ির দরজার সামনে সবুজ কিছু রাখুন। সে ছোট টবই হোক বা ফুলের গাছই হোক, এতে বাড়িতে সকলের শরীর স্বাস্থ্যে ভালো প্রভাব পরে। 

PREV
click me!

Recommended Stories

Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে আজকের দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: চারপাশের লোকেরা সঙ্গীকে ঠিকভাবে বুঝতে পারবে না ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল