রাতে ঘুমের সময় মাথার কাছে এগুলি রাখবেন না, চিন্তা লেগেই থাকবে

কেউ পাশ ফিরে শুতে পছন্দ করেন, কেউ কোলবালিশ নিয়ে। তবে ঘুমোনোর সময় কয়েকটি জিনিস মাথার কাছে না রাখাই ভাল। এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞরা। 

সুস্থ শরীরের জন্য প্রয়োজন ভাল ঘুম। তাতেই দূর হয় ক্লান্তি। নতুন দিনের নতুন লড়াইয়ের শক্তি পাওয়া যায়। প্রত্যেকের ঘুমানোর নিজস্বতা রয়েছে। কেউ পাশ ফিরে শুতে পছন্দ করেন, কেউ কোলবালিশ নিয়ে। তবে ঘুমোনোর সময় কয়েকটি জিনিস মাথার কাছে না রাখাই ভাল। এমনটাই বলছেন বাস্তু বিশেষজ্ঞরা। 

বাস্তুশাস্ত্রের ভিত্তিতে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। আর সেই অনুযায়ী – 

Latest Videos

১) রাতে শোয়ার সময় মাথার পাশে মানিব্যাগ একদম রাখবেন না। মানিব্যাগে টাকা-পয়সা থাকে। ফলে শোয়ার সময় মাথায় সবসময় অর্থচিন্তা চলতে থাকে। এতে শান্তির বদলে অশান্তি বেশি হয়। সবসময় টাকা নিয়ে চিন্তা চলতে থাকে। মানিব্যাগ দূরে রাখলে টাকার চিন্তা থেকেও দূরে থাকা সম্ভব বলে মত বাস্তু বিশেষজ্ঞদের। ফলে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। আবার নিশ্চিন্তে ঘুমানোও সম্ভব হয়। 

২) মোবাইল বা ইলেকট্রনিক জিনিসপত্র মাথার পাশে একদম রাখা উচিত নয়। একথা চিকিৎসকরাও বলে থাকেন। এতে শরীরের ক্ষতি  তো হয়ই পাশাপাশি মানসিক চিন্তাও বাড়ে। মোবাইলে আসক্তি বর্তমান সময়ের একটি বড় সমস্যা। অনেকে এ কারণে অনিদ্রাতেও ভোগেন। ঘুম ভাল না হলে মনে শান্তির বদলে থাকে বিরক্তি। এতে পরিবারে কোন্দল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 

৩) শোয়ার সময় খবরের কাগজ বা বই-খাতা  মাথার পাশে রাখবেন না। বাস্তু বিশেষজ্ঞদের মতে এতে বিদ্যার দেবীর অপমান হয়।  তিনি রুষ্ট হন। এর প্রভাব পড়াশোনায় পড়ে। 

৪) ঘুমানোর সময় মাথার কাছে বা খাটের নিচে জুতো  রাখবেন না। এতে অশুভ শক্তি প্রশ্রয় পায় বলেই মত বাস্তু বিশেষজ্ঞদের। সংসারের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar