শুক্রবার ভুলেও এই কাজগুলি করবেন না, আসতে পারে চরম বিপদ

  • সুস্থ ও নিরাপদে থাকার টোটকা
  • শুক্রবার ভুলেও ৮টি কাজ করবেন না
  • জেনে নিন সেই তালিকা
  • দুর্ভাগ্যের হাত থেকে বাঁচিয়ে রাখুন পরিবারকে

Parna Sengupta | Published : Jun 11, 2021 4:23 AM IST

প্রতি শুক্রবার নিষ্ঠাভরে মা সন্তোষীর পুজো করেন অনেকেই। কিন্তু জানেন কী, পুজোর পুণ্য কেটে যায়, যদি শুক্রবার কিছু কাজ করেন। এই কাজগুলি হয়ত নিজের অজান্তেই করে ফেলেন আপনি, তাতে ক্ষতি হয় পরিবারের। নেগেটিভ এনার্জি বাড়ে আপনার বাড়ির চারপাশে। তাই কিছু কাজ এমন রয়েছে, যা কখনই শুক্রবার করা উচিত নয়। শুক্রবার করবেন না এরকম আটটি কাজ রয়েছে। জেনে নিন সে সম্পর্কে। 

১. শুক্রবার জুতো কিনবেন না। এতে দুর্ভাগ্যই আপনার সঙ্গী হবে। 

২. শুক্রবার কখনই জুতো টেবিলের ওপর রাখবেন না। এতে বাড়িতে পরিবারের ক্ষতিসাধন হতে পারে। 

৩. শুক্রবার বাড়ির ভিতরে ছাতা খুলবেন না। জ্যোতিষ শাস্ত্রে এই কাজকে জীবনে নেগেটিভ এনার্জির সূচনা বলে ধরা হয়। 

৪. শুক্রবার যদি পূর্ণিমা পড়ে, তবে কোনও দম্পতি বা প্রেমিক প্রেমিকা ঘুরতে বেরোবেন না। এতে অশুভ শক্তি পিছু নিতে পারে সেই দম্পতি বা প্রেমিক প্রেমিকার। 

৫. বাইরে খেতে গিয়ে কখনই কাঁটা চামচ ক্রশ করে রাখবেন না। শুক্রবার এই কাজ করলে নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকে পড়তে পারে। 

৬. শুক্রবার মুখ খোলা রেখে হাই তুলতে নিষেধ করা হয়। হাই তুললে হাত দিয়ে মুখ চাপা দিয়ে অথবা রুমাল দিয়ে মুখ চাপা দিতে হবে। 

৭. শুক্রবার কখনও কাউকে ছুরি উপহার দেবেন না। তাতে যাকে উপহার দিচ্ছেন ও যিনি উপহার দিচ্ছেন, দুজনেরই ক্ষতি হতে পারে। 

৮. শুক্রবার যাতে বাড়ির ভিতরে কোনও কাঁচ না ভাঙে, সেদিকে লক্ষ্য রাখা দরকার। এই ঘটনাও দুর্ভাগ্য ডেকে আনতে পারে। 

বর্তমানে আমরা বেশ কিছু জিনিসে বিশ্বাস করতে চাই না। তবে জেনে রাখা ভালো যে বেশ কিছু পজিটিভ ও নেগেটিভ শক্তি আমাদের ঘিরে রাখে৷ তাই শুক্রবার এমন কিছু কাজ করবেন না যাতে আপনার চারপাশে নেগেটিভ শক্তির প্রভাব বাড়ে৷ তাতে আপনার ও আপনার পরিবারের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। 

Share this article
click me!