লকডাউন পরবর্তী সময়ে অনেকেই নিজের চাকরি নিয়ে বিরক্ত। তাদের মধ্যে কিছু জনের হিন্দু নববর্ষের শুরুতে মিলবে নয়া চাকরির খোঁজ।
জ্যোতিষশাস্ত্রের মতে এমন কয়েকটি রাশি রয়েছে যাদের অর্থভাগ্য বাংলার নতুন বছরে খুলে যাবে। লকডাউন পরবর্তী সময়ে অনেকেই নিজের চাকরি নিয়ে বিরক্ত। তাদের মধ্যে কিছু জনের হিন্দু নববর্ষের শুরুতে মিলবে নয়া চাকরির খোঁজ। কিছু রাশির কপাল ভালো, তারা নতুন কাজের জায়গায় ইন্টারভিউয়ের সুযোগ পাবেন।
বাংলার নববর্ষ শুরু হয় চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিয়ে। এই বছর দোসরা এপ্রিল ২০২২, শনিবার সেই বিশেষ দিন পড়েছে। এই দিন থেকেই শুরু হয় নবরাত্রি। প্রতিটি হিন্দু নববর্ষের নিজস্ব রাজা, মন্ত্রী এবং মন্ত্রিসভা থাকে। এবার হিন্দু নববর্ষ ২০৭৯-এ শুরু হচ্ছে এমনই এক বিরল কাকতালীয় ঘটনা, যা দেড় হাজার বছর পরে তৈরি হয়েছে।
এবার হিন্দু নববর্ষের সূচনা উপলক্ষে গ্রহ-নক্ষত্রের অবস্থান শুধু আকর্ষণীয়ই নয়, খুব বিরলও হবে। ১৫০০ বছর পর এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। নতুন বছরের সূচনা উপলক্ষে রেবতী নক্ষত্র ও তিনটি রাজযোগ গঠিত হচ্ছে। এছাড়াও, নতুন বছরের শুরুতে মঙ্গল তার উচ্চ রাশিতে থাকবে অর্থাৎ মকর রাশিতে, রাহু-কেতুও থাকবে তার উচ্চ রাশিতে (বৃষ ও বৃশ্চিক)। অন্যদিকে, শনি তার নিজের রাশি মকর রাশিতে থাকবে। এই কারণে হিন্দু নববর্ষের জন্মকুণ্ডলীতে শনি-মঙ্গলের একটি শুভ যোগসূত্র তৈরি হচ্ছে।
কোন রাশির জাতকরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন
মিথুন- এই রাশির জাতক জাতিকাদের বাংলা নববর্ষ খুবই ভালো কাটবে। নতুন কাজের সুযোগ আসতে চলেছে। যদিও ব্যবসায়ীরা সামান্য আর্থিক সমস্যায় পড়তে পারেন। তবে সহজেই সেই সমস্যা কাটিয়ে উঠবেন। পরিবারসূত্রে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই রাশির। সেই সঙ্গে আর্থিক উন্নতির শুভ সময় আসন্ন।
কন্যা - জ্যোতিষশাস্ত্র মতে শুক্র হল ধনসম্পদের গ্রহ। আর এই মাস শুক্র গ্রহ কন্যা রাশির উপর অবস্থান করবে। শুক্র গ্রহ যদি ভালো অবস্থানে থাকলে ঘরবাড়ি থেকে শুরু করে অর্থ সম্পত্তির প্রাপ্তি যোগ থাকে। সেই অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
ধনু- অর্থভাগ্য খুবই ভালো থাকবে। তবে আর্থিক বিনিয়োগের বিষয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। হিন্দু নববর্ষে বিরল যোগের সুবিধা পেতে পারেন। চাকরিতে পরিবর্তনের যোগ রয়েছে।
সিংহ রাশি- জ্যোতিষীদের মতে এই রাশির জাতক-জাতিকারা নতুন বছরে নতুন চাকরি পেতে পারেন। আর্থিক দিক থেকে নববর্ষ এদের খুব ভালো কাটবে। ব্যবসায়ীদেরও লাভের পরিমান মোটের উপর ভালোই থাকবে। তবে শারীরিক সমস্যা মাঝামাঝি সময়ে দেখা দিলেও তা কেটে যাবে। মোটের উপর আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি হবে এই রাশির।