জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের উল্লেখ করা হয়েছে। প্রত্যেক জাতকের কোনও না কোনও রাশি থাকবে। সেই রাশির উপর সংশ্লিষ্ট জাতকদের চরিত্র, ব্যক্তিত্ব, স্বভাব নির্ভর করে। সব সময় পরিস্থিতি একইরকম যায় না। কিন্তু, কিছু কিছু মানুষ আছেন যাঁদের ভাগ্য বেশ ভালোই হয সব ক্ষেত্রেই তাঁরা অনেকটাই এগিয়ে থাকেন।
জ্যোতিষশাস্ত্র কোনও ব্যক্তির ভবিষ্যদ্বাণী করতে পারে। এমনকী, সেই ব্যক্তির চাকরি, প্রেম, দাম্পত্য ঠিক কেমন কাটবে তা নিয়েও গণনা করে অনেক কথাই বলে দেওয়া যায়। আসলে এক একটা রাশি এক এক ধরনের হয়ে থাকে। যখন যে রাশির উপর যে গ্রহের প্রভাব পড়ে তখন সেই রাশির সঙ্গে ঠিক তেমনটাই ঘটতে থাকে। কখনও সময় ভালো যায় আবার কখনও খুব খারাপ। তখন যেন আর বেঁচে থাকতেই ভালো লাগে না। আবার গ্রহের অবস্থান বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কোনও কিছুই খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। তবে শুধুমাত্র মানুষের ভবিষ্যৎই নয়, কোনও মানুষ ঠিক কেমন ধরনের তাও জানা যায় জ্যোতিষের মাধ্যমেই। যেমন কিছু মানুষ খুব বুদ্ধিমান হয়, কয়েকজন আবার চালাক। কেউ আবার খুবই কুঁড়ে হয়ে থাকেন।
জ্যোতিষশাস্ত্রে ১২ টি রাশি এবং ২৭ টি নক্ষত্রের উল্লেখ করা হয়েছে। প্রত্যেক জাতকের কোনও না কোনও রাশি থাকবে। সেই রাশির উপর সংশ্লিষ্ট জাতকদের চরিত্র, ব্যক্তিত্ব, স্বভাব নির্ভর করে। সব সময় পরিস্থিতি একইরকম যায় না। কিন্তু, কিছু কিছু মানুষ আছেন যাঁদের ভাগ্য বেশ ভালোই হয সব ক্ষেত্রেই তাঁরা অনেকটাই এগিয়ে থাকেন। তেমনই কয়েকটি রাশির জাতকরা রয়েছেন যাঁরা নিজেদের কাজের মাধ্যমে বংশের নাম উজ্জ্বল করে থাকেন। ক্যারিয়ারে হামেশাই নয়া সুযোগ পান। তাঁদের মান-সম্মান সবই বাড়ে। দেখে নিন, সেই তালিকায় কোন কোন রাশির জাতকরা রয়েছেন...
মেষ- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির জাতকরা বুদ্ধিমান এবং সাহসী হন। তাঁরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে থাকেন। চাকরি হোক বা ব্যবসা সব ক্ষেত্রেই ঝুঁকি নিতে পিছপা হন না এই রাশির জাতকরা। আর সেই কারণে জীবনে অনেক সফল হন তাঁরা। মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ। মঙ্গলের প্রভাবে এই রাশির জাতকরা সাহসী হয়ে থাকেন। সমাজে আলাদা পরিচয় গড়ে তোলার ক্ষেত্রে সফল হন।
আরও পড়ুন- অলস ও দায়িত্বজ্ঞানহীন হন এই ৫ রাশির জাতকরা, এঁদের এড়িয়ে চলাই ভালো
বৃষ- বৃষ রাশির জাতকদের শিল্পের প্রতি বাড়তি আকর্ষণ থাকে। এই রাশির জাতকরা নিজেদের প্রতিভা এবং দক্ষতার মাধ্যমে সমাজে আলাদা পরিচয় গড়ে তোলেন। সবরকমের সুযোগ-সুবিধা থাকবে, এমন জীবন পছন্দ হয় তাঁদের। আর নিজেদের শখ পূরণের জন্য দিন-রাত পরিশ্রম করেন তাঁরা। এই রাশির অধিপতি হলেন শুক্র। সেই শুক্রের প্রভাব সেই রাশির জাতকদের জীবন সুখে ভরপুর থাকে।
আরও পড়ুন- বুধবার ভুলেও এই কাজগুলি করবেন না, দেখা দিতে পারে আর্থিক সমস্যা
মকর- যে পুরুষদের রাশি মকর, তাঁরা কর্মঠ হন বলে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয়। নিজেদের দক্ষতায় জীবনে উন্নতি করেন। নিজেদের বংশের নাম উজ্জ্বল করেন মকর রাশির জাতকরা। কর্মক্ষেত্রেও সাফল্য পান। শনি হলেন মকর রাশির অধিপতি। শনির আশীর্বাদে মকর রাশির জাতকদের কখনও কোনও জিনিসের অভাব হয় না।
আরও পড়ুন- আগামীকালই হাতে প্রচুর টাকা আসবে এই রাশির জাতকদের, আপনিও কি রয়েছেন এই তালিকায়