গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তেমনভাবেই বৃহস্পতিবার একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে।
দেবী লক্ষ্মী আদি মাতৃকাশক্তির প্রতিরূপ। পদ্ম একান্ত ভাবেই স্ত্রী-প্রতীক। তাই দেবীকে পদ্মাসনা হিসেবে কল্পনা করে এসেছে সনাতন ধর্ম। দেবী লক্ষ্মী কমলাসনা। পদ্মফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত করে সনাতন বিশ্বাস। বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর উপাসনা ঘরে ঘরে হয়। প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে মায়ের পুজো করে থাকেন, নিত্য দিন মা-কে ধূপ দেখান। কিন্তু, এত কিছু সত্ত্বেও সব সময় লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এমন নয়। এদিকে মা লক্ষ্মীর কৃপা না পেলে ব্যবসায় যেমন উন্নতি হওয়া সম্ভব নয়, তেমনই চাকরিক্ষেত্রেও আর্থিক বৃদ্ধি (Financial growth) ঘটে না।
গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে মানুষের ভাগ্য নির্ধারিত হয়। তেমনভাবেই বৃহস্পতিবার একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে। তার প্রভাবে কয়েকটি রাশির মানুষদের (people of these zodiacs) দুর্দান্ত সময় আসতে পারে। বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা (People born in this zodiac sign) পেতে পারেন কর্মক্ষেত্রে সাফল্য। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ রয়েছে (get success)। আপনিও কি সেই তালিকায় রয়েছে তা দেখে নেওয়া যাক।
বৃষ রাশি :- চাকরিতে পরিবর্তন দেখা দেবে। সন্তান সুখ পাবেন। ধর্মীয় কাজে অংশ গ্রহণ করবেন। আত্মবিশ্বাস বাড়বে। উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, টাকা পাওয়ার যোগ রয়েছে।
মেষ রাশি :- পরিবারের কোনও মহিলা সদস্যের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কথাবার্তার ক্ষেত্রে সংযত থাকতে হবে। আয় বৃদ্ধি পাবে। সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা পাবেন।
বৃশ্চিক রাশি :- এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসার দিক দিয়ে কিছুটা খারাপ সময় যাচ্ছে। তার জন্য মন খারাপ করবেন না। আসলে আপনাদের সামনে দারুন সময় আসছে। মোটা টাকা পাওয়ার এটাই আদর্শ সময়। চোখ-কান খোলা রাখুন, সুযোগ হাতছাড়া করবেন না।
ধনু রাশি - এই রাশির জাতক-জাতিকাদের ওপর এখন লক্ষ্মীর আশীর্বাদ পূর্ণমাত্রায় বিরাজমান। চাকরি পাওয়ার যোগ রয়েছে, ব্যবসাতেও লাভ হতে পারে। ঠিক সময়ে ঠিক কাজ করতে পারলে সুযোগের সদব্যবহার করতে পারবেন।
সিংহ রাশি :- নিজের পারিবারিক জীবনে সুখ বাড়বে। আপনার সম্পত্তি থেকে আয় বৃদ্ধি হবে। অর্থ উপার্জন ভালো হবে। চাকরি পরিবর্তনের যোগ রয়েছে।
কন্যা রাশি :- চাকরিতে বদলিরও সম্ভাবনা রয়েছে। তবে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তা পাবেন। অর্থ উপার্জন ভালো হবে। শুধু অর্থকরী বিষয়ে নয়, আইনি যুদ্ধেও এই রাশির জাতকদের সাফল্য অপেক্ষা করছে সামনে।