মৃত সাপ আর টিকটিকি দেখলে সাবধান হয়ে যান, রাহু আর কেতুর বিষ নজর রয়েছে আপনার ওপর

Published : Sep 25, 2022, 11:37 PM IST
মৃত সাপ আর টিকটিকি দেখলে সাবধান হয়ে যান, রাহু আর কেতুর বিষ নজর রয়েছে আপনার ওপর

সংক্ষিপ্ত

রাহু আর কেতুর অশুভ প্রভাবের লক্ষণ হল মৃত সাপ, টিকটিকি আর পাখি দেখতে পাওয়া। এজাতীয় ব্যক্তিরা কলহ বিবাদে জড়িয়ে পড়ে। মানসিক অবসাদে ভুগতে থাকে। আইনি সমস্যা লেগেই থাকে। তবে রাহু আর কেতুকে শান্ত করার উপায় রয়েছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু আর কেতুকেও গ্রহরূপে বর্ণনা করা হয়। তবে সরাসরি গ্রহ না বলে এদুটিকে ছায়া গ্রহ বলা হয়। কোনও ব্যক্তির কোষ্ঠিতে যখনই এই দুই গ্রহের অশুভ প্রভাব পড়ে তখনই সেই ব্যক্তির জীবনে সংকট নেমে আসে। রাহু আর কেতুর দোষ থাকলে মানুষের জীবনে সাফল্য আসে না। রোগভোগের পাশাপাশি আর্থিক সমস্যা ও  মানসিক অবসাদ দেখা দেয়। 

রাহু কেতুর অশুভ প্রভাবের লক্ষণ-
রাহু আর কেতুর অশুভ প্রভাবের লক্ষণ হল মৃত সাপ, টিকটিকি আর পাখি দেখতে পাওয়া। এজাতীয় ব্যক্তিরা কলহ বিবাদে জড়িয়ে পড়ে। মানসিক অবসাদে ভুগতে থাকে। আইনি সমস্যা লেগেই থাকে। তবে রাহু আর কেতুকে শান্ত করার উপায় রয়েছে।


রাহু কেতুর দোষ মুক্তির উপায়-
জ্যোতিষ অনুযায়ী দুর্গাপুজো করলে রাহু কেতুর দোষমুক্তি ঘটে। 
বাড়িতে একটি নৃত্যরত কৃষ্ণের ছবি রেখে নিত্য পুজো করতে পারেন। কৃষ্ণমন্ত্র জপ করুন ১০৮। 
রাহু কেতুর বীজমন্ত্র জপ করুন 
কোনও দরিদ্র মেয়ের বিয়ে দিয়ে সমস্যা কেটে যায়। 
রবিবার মেয়েদের পায়েস আর দই খাওয়ালে কেতুর অশুভ প্রভাব কেটে যায়। 
কোষ্ঠিতে রাহুর দোষ থাকলে সঙ্গে সবুজ রুমাল রাথতে পারে।
এই জাতীয় ব্যক্তিরা গোমেদ ধারন করলে ভাল ফল পাবেন। 

PREV
click me!

Recommended Stories

তুলসী গাছে ছোট ছোট পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে শুভ সময়ের বার্তা
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে দিন কেমন কাটবে, রইল জ্যোতিষ গণনা