মৃত সাপ আর টিকটিকি দেখলে সাবধান হয়ে যান, রাহু আর কেতুর বিষ নজর রয়েছে আপনার ওপর

রাহু আর কেতুর অশুভ প্রভাবের লক্ষণ হল মৃত সাপ, টিকটিকি আর পাখি দেখতে পাওয়া। এজাতীয় ব্যক্তিরা কলহ বিবাদে জড়িয়ে পড়ে। মানসিক অবসাদে ভুগতে থাকে। আইনি সমস্যা লেগেই থাকে। তবে রাহু আর কেতুকে শান্ত করার উপায় রয়েছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু আর কেতুকেও গ্রহরূপে বর্ণনা করা হয়। তবে সরাসরি গ্রহ না বলে এদুটিকে ছায়া গ্রহ বলা হয়। কোনও ব্যক্তির কোষ্ঠিতে যখনই এই দুই গ্রহের অশুভ প্রভাব পড়ে তখনই সেই ব্যক্তির জীবনে সংকট নেমে আসে। রাহু আর কেতুর দোষ থাকলে মানুষের জীবনে সাফল্য আসে না। রোগভোগের পাশাপাশি আর্থিক সমস্যা ও  মানসিক অবসাদ দেখা দেয়। 

রাহু কেতুর অশুভ প্রভাবের লক্ষণ-
রাহু আর কেতুর অশুভ প্রভাবের লক্ষণ হল মৃত সাপ, টিকটিকি আর পাখি দেখতে পাওয়া। এজাতীয় ব্যক্তিরা কলহ বিবাদে জড়িয়ে পড়ে। মানসিক অবসাদে ভুগতে থাকে। আইনি সমস্যা লেগেই থাকে। তবে রাহু আর কেতুকে শান্ত করার উপায় রয়েছে।

Latest Videos


রাহু কেতুর দোষ মুক্তির উপায়-
জ্যোতিষ অনুযায়ী দুর্গাপুজো করলে রাহু কেতুর দোষমুক্তি ঘটে। 
বাড়িতে একটি নৃত্যরত কৃষ্ণের ছবি রেখে নিত্য পুজো করতে পারেন। কৃষ্ণমন্ত্র জপ করুন ১০৮। 
রাহু কেতুর বীজমন্ত্র জপ করুন 
কোনও দরিদ্র মেয়ের বিয়ে দিয়ে সমস্যা কেটে যায়। 
রবিবার মেয়েদের পায়েস আর দই খাওয়ালে কেতুর অশুভ প্রভাব কেটে যায়। 
কোষ্ঠিতে রাহুর দোষ থাকলে সঙ্গে সবুজ রুমাল রাথতে পারে।
এই জাতীয় ব্যক্তিরা গোমেদ ধারন করলে ভাল ফল পাবেন। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari