সব সময় হাসি খুশি থাকেন এই পাঁচ রাশির ছেলে মেয়েরা, জেনে নিন বিস্তারিত

Published : Mar 10, 2022, 06:30 AM IST
সব সময় হাসি খুশি থাকেন এই পাঁচ রাশির ছেলে মেয়েরা, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

কেউ লাজুক (Shy) স্বভাবের, কেউ উদ্যমী, কেউ গল্প করতে পছন্দ করেন, তো কেউ সব দুঃখ (Sadist) করতে। তেমনই এমন অনেকে আছেন, যারা সব কাজের মধ্যে আনন্দ খুঁজে বের করেন। সারাক্ষণ হাসিখুশি থাকতে পছন্দ করেন। আপনির ঠিক কেমন স্বভাবের তা বলে দেবে আপনার রাশিফল। 

সকলের স্বভাব একে অন্যের থেকে আলাদা। কেউ লাজুক (Shy) স্বভাবের, কেউ উদ্যমী, কেউ গল্প করতে পছন্দ করেন, তো কেউ সব দুঃখ (Sadist) করতে। তেমনই এমন অনেকে আছেন, যারা সব কাজের মধ্যে আনন্দ খুঁজে বের করেন। সারাক্ষণ হাসিখুশি থাকতে পছন্দ করেন। আপনির ঠিক কেমন স্বভাবের তা বলে দেবে আপনার রাশিফল। সব সময় হাসি খুশি থাকেন এই পাঁচ রাশির ছেলে মেয়েরা, জেনে নিন তালিকায় কারা আছেন। 

মেষ রাশি
রাশিচক্রের প্রথম রাশি হল মেষ (Aries)। এই রাশির অধিকর্তা হলেন মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা ছোট থেকেই তেজস্বী, স্পষ্টপক্তা, নির্ভীক প্রকৃতির হয়ে থাকে। এরা রোমাঞ্চকর কাজ করতে পছন্দ করেন। মেষ রাশির জাতক জাতিকারা সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করেন। এরা মজা করতে ও আনন্দ করতে ভালোবাসেন। যে কোনও দুঃখ সহজে কাটিয়ে ওঠার ক্ষমতা থাকে মেষ রাশির ছেলে মেয়েদের মধ্যে।  

মিথুনরাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি (Gemini)। এই রাশির অধিকর্তা হলেন বুধ। মিথুন রাশির ছেলে-মেয়েরা খুবই উদ্যমী স্বভাবের হয়ে থাকে। এরা সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন মিথুন রাশির জাতক জাতিকারা। এদের মেধা শক্তি তীব্র হয়। এরা কাজ পাগল স্বাভাবের হয়ে থাকে। তবে, যতই ব্যস্ত থাকুক না কেন, সব কাজের মধ্যে আনন্দ খুঁজে বের করে মিথুন রাশির জাতক-জাতিকারা।  

সিংহ রাশি
হাসি খুশি জীবন যাপন করতে পছন্দ করেন সিংহ রাশির ছেলে মেয়েরা। জীবনের সব রকম নেতিবাচকতা দূর করতে সব সময় পরিশ্রণ করেন এরা। যে কোনও সমস্যার মধ্যে ইতিবাচক দিক খুঁজে বের করার মনো ভাব রাখেন সিংহ রাশির জাতক জাতিকারা। 

তুলা রাশি 
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশির অধিকর্ত গ্রহ হল শুক্র। এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রকৃতির হয়। এবার ভালো শিল্রী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী হতে পারেন। এদের অনুমান শক্তি প্রবল হয়। এরা সব সময় খুশি থাকতে পছন্দ করেন। যে কোনও সমস্যা হাসি মুখে সামনা করেন। 

ধনু রাশি
ধনু রাশির অধিকর্তা হল বৃহস্পতি। এরা ধার্মিক, সৎ, পরোপকারী ও আদর্শবাদী স্বভাবের হয়ে থাকে। এরা কর্মকুশল, সত্যপ্রিয়, জ্ঞানী ও প্রতিভাশালী হন। সব ক্ষেত্রে এরা আনন্দ খুঁজে বের করার চেষ্টা করনে। সদা হাসিখুশি থাকতে ভালোবাসে ধনু রাশির জাতক জাতিকারা।    

আরও পড়ুন- রূপোর এই আংটি পরলেই পাবেন মা লক্ষ্মীর কৃপা, জীবন হবে সম্পদে ভরপুর

আরও পড়ুুন- দোলের আগের এই ৮ দিনে কোনও শুভ কাজ নয়, হতে পারে মারাত্মক বিপদ

আরও পড়ুন- বাস্তুর এই নিয়মগুলি পালন, বাড়ায় বিবাহিত জীবনের পারস্পরিক বোঝাপড়া ভালবাসা ও বিশ্বাস
 

PREV
click me!

Recommended Stories

Weekly Horoscope: সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
১০০ বছর পর বিরল রাজযোগ! ২০২৬-এ বৃহস্পতি এবং শুক্রের সংযোগে এই ৫ রাশি ভরে উঠবে সম্পদ ও ঐশ্বর্যে