এই ছয় রাশির ছেলে-মেয়েরা অনেকেই সাইকোপ্যাথ হন, কুকর্মে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে

Published : Mar 17, 2022, 03:17 PM ISTUpdated : Mar 17, 2022, 03:21 PM IST
এই ছয় রাশির ছেলে-মেয়েরা অনেকেই সাইকোপ্যাথ হন, কুকর্মে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে

সংক্ষিপ্ত

জ্যোতিষ মতে, এরা খুবই বিপজ্জনক (Dangerous) হয়ে থাকেন। এই রাশির (Zodiac Sign) ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান। এরা সকলেই যে খারাপ হয়, এমন নয়। তবে, এদের মধ্যে কু কর্মে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায়।  

সারাক্ষণ মিথ্যা (Lie) বলা, লোক কঠানো, কারও ভালো সহ্য করতে না পারা এমনকী, জাতিয়ারি করা মতো মানসিকতা দেখা যায় অনেকের। এমন অনেকেই আছেন, যারা স্ব-ইচ্ছায় কুকর্মে যুক্ত হন। আজ রইল এমন ছয়টি রাশির ছেলে মেয়ের কথা। যাদের থেকে সাবধান থাকুন। জ্যোতিষ মতে, এরা খুবই বিপজ্জনক (Dangerous) হয়ে থাকেন। এই রাশির (Zodiac Sign) ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সাবধান। এরা সকলেই যে খারাপ হয়, এমন নয়। তবে, এদের মধ্যে কু কর্মে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায়।  

কর্কট রাশি
এই রাশির (Zodiac Sign) ছেলে মেয়েদের থেকে সাবধান। জ্যোতিষ মতে, এরা খুবই বিপদজনক হয়ে থাকেন। এদের স্বভাব দেখে মনের কথা বুঝতে পারবেন না। এদের মুখে সব সময়ই মিষ্টি কথা লেগে থাকে। কিন্তু, এদের প্রচুর ঈর্ষা থাকে। যে কারণে এরা কারও হত্যা পর্যন্ত করতে পারে। 

বৃশ্চিক রাশি
এরা খুবই সাহসী ও কঠিন মনের হয়ে থাকে। এরা খুব সহজে কু কর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। তারা সব সময় কারও ক্ষতি করার সুযোগ খোঁজেন। তাই এই রাশির (Scorpio) ছেলে কিংবা মেয়ের থেকে যতটা পারবেন দূরত্ব বজায় রাখুন। 

ধনু রাশি
রাশি চক্রের আরও একটি বিপজ্জনক রাশি হিসেবে খ্যাত ধনু রাশি (Sagittarius)। এরাও খুব কঠিন মনের হয়। এরা বেশির ভাগই স্যাইকোপ্যাথ হয়ে থাকেন। এরা অন্যের ভালো সহ্য করতে পারেন না। যে কারণে, কারও খারাপ করতে এদের খুবই ভালো লাগে। এই ভালোলাগা থেকেই এরা কু কর্মের জড়িয়ে পড়েন সহজে। 

বৃষ রাশি
অর্থ, বিলাসিতা, দামি জিনিসের প্রতি এদের খুবই ভালোবাসা। এরা (Taurus) জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। এরা কুখ্যাত কাজের সঙ্গে জড়িত হন। তাই এদের থেকে সাবধানতা অবলম্বন করবেন।

মেষ রাশি
অধৈর্য, আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকে মেষ রাশির (Aries) জাতক জাতিকারা। এই স্বভাব এদের ভুল পথে চালিত করে। তারা নিজের অজান্তেই কু কর্মে লিপ্ত হন।  

মকর রাশি
এদের (Capricorns) মাথায় সব সময় কু বুদ্ধি ঘোরা ফেরা করে। বিষাদ, উদাসীনতা দেখা দেয় এদের মধ্যে। যা থেকে খারাপ বুদ্ধি জন্মায়। এরা কু কর্মের সঙ্গে সহজে লিপ্ত হন। আর এরা বেশির ভাগই সাইকোপ্যাথ হয়ে থাকেন।   

আরও পড়ুন- ন্যাড়া পোড়ার সময় নবদম্পতিরা মেনে চলুন এই বিষয়গুলি, কখনোই করবেন না এই ভুলগুলো

আরও পড়ুন- দোলের আগের দিন ন্যাড়াপোড়া বা বুড়ির ঘর কেন গুরুত্বপূর্ণ, জেনে নিন এর পুজা পদ্ধতিও

​​​​​​​আরও পড়ুন- চৈত্র মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর, জেনে নিন বিস্তারিত
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল