বৈশাখ আসার আগেই রান্নাঘরের রাখুন এই জিনিসগুলি, অস্বাভাবিক বদল আসবে সংসারে

নতুন বছর আসার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে জানলে অবাক হবে চৈত্রমাসে রান্নাঘর নিয়ম মেনে সাজালে মিলতে পারে সৌভাগ্য। আর তা হল রান্না ঘরের বাস্তু তন্ত্র। তাহলে জেনে নেওয়া যাক রান্না ঘরের বাস্তু তন্ত্রের খুটিনাটি নিয়মগুলি-  
 

বাঙালি সবথেকে বেশি সব থেকে সুখ পায় যাতে , তা হল পেট-পুজো। বাজারে গিয়ে মনের মত তাজা সবজি, মাছ-মাংস  কেনাও যেনও স্বর্গ সুখ। আর এই জন্যেই কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর হবে এই স্বপ্ন অনেকেরই। পাশাপাশি সবথেকে বেশি পরিষ্কার রাখা উচিত রান্নাঘর। বাংলা বছরের শেষ মাসে চৈত্র। এর পরেই আসে নববর্ষ। তাই বহু বাঙালি বাড়িতে আজও চৈত্র মাসে ঘর পরিষ্কার করার রীতি আছে। 
নতুন বছর আসার আগে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। তবে জানলে অবাক হবে চৈত্রমাসে রান্নাঘর নিয়ম মেনে সাজালে মিলতে পারে সৌভাগ্য। আর তা হল রান্না ঘরের বাস্তু তন্ত্র। তাহলে জেনে নেওয়া যাক রান্না ঘরের বাস্তু তন্ত্রের খুটিনাটি নিয়মগুলি-  
বাংলার নববর্ষ আসার আগেই ভালো করে রান্নাঘর পরিষ্কার করে নিন। যাতে কোনও ময়লা না থাকে। প্রয়োজনে রং করিয়ে নিন। রান্নাঘরে গ্যাস ওভেন রাখার অন্যতম দিক হল পূর্ব ও দক্ষিণ দিক। বাস্তুমতে, অগ্নি দেবতা এদিকে থাকলেই ঘরে শান্তি ফিরে আসে। রান্না ঘরে যদি কোনও ছবি টানাতে চান , তাহলে দেবী অন্নপূর্ণা অথবা মা সারদার ছবি রাখাই মঙ্গলজনক। রান্নাঘরের জলের উৎস বা কলের পয়েন্ট এর জন্য বেছে নিন উত্তর- পূর্ব দিক। তবে রান্নাঘরে যদি এই দিকে কোনও জলের পয়েন্ট না থাকে সেক্ষেত্রে উত্তর- পশ্চিম দিক মুখ করে আপনি একটি জলের পাত্র বা আধার রেখে দিন।  
যদি রান্না ঘরের জানালা পূর্বদিকে  না থাকে সেক্ষেত্রে আপনি পূর্বদিকে একটি ভেন্টিলেটর অবশ্যই রাখার চেষ্টা করুন। তবে যদি রান্নাঘরের পূর্ব-দক্ষিণ দিক বন্ধ থাকে। সে ক্ষেত্রে আপনি একটি কারেন্টের প্লাগ পয়েন্ট বানান। সেখানে একটি লাল রঙের বাল্ব বা ইনডিকেটর জ্বালিয়ে রাখুন। যদি এটাও সম্ভব না হয় তাহলে লাল রঙের চিহ্ন ওই দিকে অবশ্যই রাখুন তবে সেটা যেনও কোনওভাবে দাহ্য পদার্থ না হয়। রান্না ঘরের জানালা সব সময় পূর্ব দিকে রাখুন। সূর্যদ্বয়ের প্রথম রশ্মি যাবতীয় জীবাণু কাটিয়ে দেয়। রান্নাঘরে পজিটিভ এনার্জিতে ভরপুর করে রাখে। রান্নাঘরের বাস্তুতন্ত্রের এই নিয়মগুলি মেনে চললেই ঘরে শান্তি ফিরবে আসবে বলে মনে করা হয়। 
 

আরও পড়ুন- ক্রমাগত অর্থহানি ও অবাঞ্ছিত কাজের চাপের কারণ হতে পারে এই গ্রহ, জেনে নিন প্রতিকার

Latest Videos

আরও পড়ুন- এই তিন রাশি কঠোর পরিশ্রমী, এরা পরিশ্রম করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করে

আরও পড়ুন- ১৮ বছর পর রাহু মেষ রাশিতে প্রবেশ করছে, চাকরি স্বাস্থ্য ও আর্থিক দিকে দিয়ে সমস্যা

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury