কোন কোন স্বপ্ন দেখলে ফিরতে পারে ভাগ্য, দেখে নিন

Published : Aug 08, 2019, 04:00 PM IST
কোন কোন স্বপ্ন দেখলে ফিরতে পারে ভাগ্য, দেখে নিন

সংক্ষিপ্ত

অনেক স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তাও বহন করে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে কোন কোন স্বপ্ন সৌভাগ্যের বার্তা বহন করে আনে যদি স্বপ্নে মাছ ধরা দেখেন, তবে তা অর্থপ্রাপ্তির লক্ষণ

আমরা সবাই কম বেশি স্বপ্ন দেখে থাকি। তবে জানেন কী স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তবের দুনিয়ার মিল রয়েছে অনেক। এমনটাই মনে করছেন মনস্তত্ত্বের জনক, অস্ট্রিয়ান স্নায়ু চিকিৎসক সিগমুন্ড ফ্রয়েড। আসলে স্বপ্ন নিয়ে যারা গবেষণা করেন, তাদের মতে স্বপ্ন নানাভাবে আমাদের জীবনের দিশা দেখিয়ে থাকে। অনেক সময় স্বপ্ন যেমন খারাপ ইঙ্গিত বা বার্তা বহন করে আবার এমন অনেক স্বপ্ন আছে যা সৌভাগ্যের বার্তাও বহন করে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন স্বপ্ন সৌভাগ্যের বার্তা বহন করে আনে।
স্বপ্নে সূর্যোদয়ের স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ।
কুকুরের সঙ্গে খেলার স্বপ্ন দেখা ব্যবসায়ে লাভের লক্ষণ।
স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি স্বপ্নে মাছ ধরা দেখেন, তবে তা অর্থপ্রাপ্তির লক্ষণ।
ফলভরতি গাছ দেখার অর্থ হল ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে। 
নদী বা সমুদ্র, সাঁতরে পুকুর পার হওয়ার স্বপ্ন দেখা সৌভাগ্যের লক্ষণ। নৌকায় চড়ে নদী পার হওয়ার স্বপ্ন দেখলে বিদেশ গমন হয়।
স্বপ্নে ঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ দেখলে দুঃখ নাশ হয়।
পায়ে বিছা বা কোনও পোকামাকড় কামড়ানোর স্বপ্ন দেখলে দুঃখ কষ্ট দূর হয়।

PREV
click me!

Recommended Stories

Numerolog: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে সরস্বতী পুজোর দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল