বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, দেখে নিন

  • বৈশাখ বাংলার বছরের প্রথম মাস
  • এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয়
  • রাশিচক্রের দ্বিতীয় রাশি সিংহ
  • বৈশাখ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি সিংহ। এই রাশির অধিকর্তা গ্রহ রবি। 

আরও পড়ুন-  বুধবারে ৫ রাশির কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল 

Latest Videos

সিংহ রাশির জাতক-জাতিকারা  এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে এরা অত্যন্ত জেদী এবং রেগে গেলে হিতাহিত জ্ঞানশূণ্য হয়ে পড়ে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস সিংহ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন-  সম্পর্কে সমস্যা দেখা দিলে কোন রাশির কেমন প্রতিক্রিয়া হয়, জেনে নিন 

বৈশাখ মাসে সিংহ রাশির সামাজিক সম্মান লাভ করতে পারেন। বিলাসীতার জন্য খরচ বৃদ্ধির ফলে বর্তমান সময়ে সমস্যা দেখা দিতে পারে। শারীরিক কোনও সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আপনার অত্যাধিক রাগের ফলে কর্মস্থানে বিবাদের সৃষ্টি হতে পারে। নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন। গুরুজনদের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা হতে পারে। বারতি আয়ের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। শিল্পীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ। মামলা মোকদ্দমা চলতে থাকলে এই মাসেই সাফল্য পাবেন।  কাজের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন।  মনে বিষন্নভাব বাড়তে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। 

Share this article
click me!

Latest Videos

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News