নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

Published : Aug 14, 2019, 11:10 AM IST
নামের প্রথম অক্ষর দিয়ে জেনে নিন সেই মানুষ সম্পর্কে

সংক্ষিপ্ত

নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানা যায় চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে

চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। মানুষের নামের মধ্যেই তার চরিত্র লুকিয়ে থাকে। আর চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে জানেন কী, জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর  কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব।
এদের নিয়ে প্রচুর আলোচনা বা সমালোচনা করে থাকে অন্যরা।
যাদের নামের প্রথম অক্ষর সি তারা আত্মকেন্দ্রিক ও একগুঁয়ে স্বভাবের হয়ে থাকে।
এরা পরম্পরা এবং অনুশাসনের কঠোর নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে বেশি পছন্দ করে।
যাদের নামের প্রথম অক্ষর সি, তারা অত্যন্ত কোমল স্বভাবের তবে কোনও কিছু পাওয়ার জন্য কখনও ন্যায় নীতির সঙ্গে আপস করে না।
সি যাদের নামের প্রথম অক্ষর তারা খুবই কর্তব্যপরায়ণ।
একই সঙ্গে এরা সমাজে সৎ, নির্ভীক মানুষ হিসাবে পরিচিতি লাভ করে।
এদের জীবনে বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের জন্য স্থান অনেক বেশি।

PREV
click me!

Recommended Stories

Daily Horoscope: আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা! দেখে নিন কী বলছে আজকের রাশিফল
মীন রাশিতে মঙ্গল: ২০২৬ কেমন যাবে নরেন্দ্র মোদীর? বৃশ্চিক সহ এই ৫ রাশিতে খেল দেখাবে ভাগ্য