চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে জানেন কী, জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। আজ জানবো, যদি নামের প্রথম অক্ষর 'আই'হয়, তাহলে জেনে সেই ব্যক্তি সম্বন্ধে কিছু তথ্য।
এরা জীবন যুদ্ধে কিছুতেই থেমে থাকে না।
অদম্য শক্তি ও উৎসাহ নিয়েই জীবনের সমস্ত বাধা বিপত্তির সম্মুখিন হন এরা।
তবে এদের দৃঢ় মনোবল মাঝে মাঝেই ভেঙ্গে যায়, তবে একাই তা কাটিয়ে ওঠার চেষ্টা করেন।
এরা পাপ পূণ্যের কোনও রকম তোয়াক্কা করে না।
কোনও কাজের পরিণাম নিয়ে এরা চিন্তা ভাবনা করেন না।
এদের আত্মপ্রত্যয় এবং জেদ এদের ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছে দেয়।
অনেক ক্ষেত্রে এরা কল্পনাপ্রবণ আবার কখনও কখনও কঠোর বাস্তববাদী।
এরা খুব শান্তিপ্রিয়, তাই সব সময় শান্তি বজায় রেখে চলতেই পছন্দ করেন।
গুরুজন এবং সম্পর্কের প্রতি অতি যত্নবান এরা।