চরিত্র মানুষের এক অমূল্য সম্পদ। যিনি চরিত্রবান তিনি সমাজে যে কোনও বিরাট সম্পদশালীর চেয়ে বেশি সম্মান পেয়ে থাকেন। চরিত্র মানুষকে দান করে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তবে জানেন কী, জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর দিয়েই সেই ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন অপনি। নামের প্রথম অক্ষর কিছু না কিছু অর্থ বহন করে। এই একটা অক্ষর দেখে যে কোনও মানুষের সম্পর্কেই অনেক আজানা কথা বুঝে যাওয়া সম্ভব। আজ জানবো, যদি নামের প্রথম অক্ষর 'B'হয়, তাহলে জেনে সেই ব্যক্তি সম্বন্ধে কিছু তথ্য।
যাদের নামেরএটা প্রথম অক্ষর, সেই ব্যক্তিরা খুবই ইমোশানাল। এদের জীবনের প্রায় বেশিরভাগ পরিকল্পনাই অসম্পূর্ণ থেকে যায়।
রাজনৈতিক জীবনে যুক্ত হওয়ার ইচ্ছে এদের হয় ঠিকই, কিন্তু মাঝপথে এসে সেই ইচ্ছে থমকে যায়।
এই ব্যক্তিদের বেশিরভাগ চঞ্চল মানসিকতা এবং কোনও কাজেই এরা একটানা বেশিদিন যুক্ত থাকতে পারেন না।
এদের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই অতিরিক্ত মাত্রায় আত্মবিশ্বাসের অভাব দেখা যায়।
যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারায় জীবনে দুঃখ কষ্টের পরিমান খুবই বেশি থাকে।