নতুন বছরে একটানা দুদিন ধরে চলবে সরস্বতী পুজো, জেনে নিন সময় ও নির্ঘন্ট

  •  প্রতি বছরই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই বাগদেবীর আরাধনা হয়
  • সরস্বতী পুজো মানেই ছাত্র-ছাত্রীদের ভ্যালেন্টাইনস ডে
  • এই বছর সরস্বতী পুজো পড়েছে ২৯ জানুয়ারি অর্থাৎ ১৪ মাঘ
  • এই বছর একদিন নয়,টানা দুদিন ধরে চলবে বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো

শীতকালে আসা মানেই উৎসবের সময়। একের পর এক উৎসব লেগেই রয়েছে।  পিঠে পার্বন থেকে মকর সংক্রান্তি, ইতু পুজো থেকে সরস্বতী পুজো একটার পর পর একটা লেগেই রয়েছে। আর সরস্বতী পুজো মানেই ছাত্র-ছাত্রীদের ভ্যালেন্টাইনস ডে। আর কয়েকদিন পরই হবে বাগদেবীর আরাধনা। প্রতিটি পড়ুয়ার কাছেই এই দিনটি ভীষণ স্পেশ্যাল।

আরও পড়ুন-সোমবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন রাশিফল...

Latest Videos

একদিকে নিজের মনের কামনা পূর্ণ করতে আর একদিকে শিক্ষার উন্নতির দন্য বাগদেবীর শরণাপন্ন হয় সমস্ত পড়ুয়ারা। প্রতি বছরই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই বাগদেবীর আরাধনা হয়। এই বছরটা যে একটু বেশিই স্পেশ্যাল । কারণ এই বছর একদিন নয়,টানা দুদিন ধরে চলবে বসন্ত পঞ্চমী অথবা সরস্বতী পুজো।

আরও পড়ুন-বাড়িয়ে তুলুন আয়ের পরিমান, সামান্য এই বস্তুর সাহায্যে বদলান আপনার অর্থভাগ্য...

এই বছর সরস্বতী পুজো পড়েছে ২৯ জানুয়ারি অর্থাৎ ১৪ মাঘ। সকাল ৯ টায় পুজো শুরু হবে এবং শেষ হবে ৩০ জানুয়ারি অর্থাৎ ১৫ মাঘ সকাল ১১ টায়। অর্থাৎ একটানা দুদিন ধরে চলবে সরস্বতী পুজো। এই বছর পড়ুয়াদের মধ্যে আনন্দের শেষ নেই। একদিনের এই পুজোর আনন্দ, দেবীর আরাধনার জন্য সারাবছর মুখিয়ে থাকে পড়ুয়ারা। কিন্তু এই বছরটা বেশ আনন্দের সঙ্গেই কাটাবে প্রত্যেকে।

Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন