চার কলমেই কেল্লাফতে, শোয়ার ঘরে রাখলে ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনে উন্নতির গতিপথ

বাস্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাস্তু (Vastu) ত্রুটি বা দোষ এমন একটা বিষয় যা আপনার ইচ্ছেশক্তিকে বাধা দেয়। যা আপনার সাফল্যে অন্তরায় হয়ে দাঁড়ায়।

Web Desk - ANB | / Updated: Mar 24 2022, 07:11 AM IST

খুব চেষ্টা করছেন- কিন্তু তারপরেও সফল্য অধরাই থেকে যাচ্ছে। একটুর জন্য ফসকে যাচ্ছে ভালো কাজের অফার বা ব্যক্তিগত বাণিজ্যে দারুন কোনও কনট্র্যাক্ট। কিন্তু বলুততো কে না চায় নিজের কর্মক্ষেত্রে সফল হতে? আর এই খরা কাটানোর জন্য আপনাকে বিশেষ কিছু করতে হবে না। আপনার ঘরের অন্দরসজ্জা (Housing Tips) একটু অদল বদল করে নিলে বা দুইএকটা টুকিটাকি জিনিস ঘরে রাখতেই সাফল্য আপনার হাতের মুঠোয় ধরা দেবে। 

বাস্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাস্তু (Vastu) ত্রুটি বা দোষ এমন একটা বিষয় যা আপনার ইচ্ছেশক্তিকে বাধা দেয়। যা আপনার সাফল্যে অন্তরায় হয়ে দাঁড়ায়। তার জন্য বাস্তুর পরিবর্তন খুবই জরুরি একটি বিষয়। সেই কারণেই তাঁরা কতগুলি টিপস দিয়েছেন। 

Latest Videos

কলম- লেখক, সাংবাদিক ও সমাজকর্মীরা সাফল্য পাওয়ার জন্য নিজের শয়নকক্ষে চারটি বিভিন্ন রঙের কলম রাখুন। তাহলেই দূর হবে বাধা।
গরুর মূর্তী- যারা খাবারের ব্যবসা করেন- হোটেল মালিক বা হোমডেলিভারি দেন- তাদের পাশাপাশি যাদের রেশন দোকান রয়েছে তারা শোয়ার ঘরে একটি গরুর মূর্তি রাখলে সব বাধা দূর হয়ে যাবে। 
ক্রিস্টাল- আপনি যদি ইলেকট্রনিক সরঞ্জামের ব্যবসা করেন বা সেজাতীয় কাজ করেন তাহলে বেডরুমে রাখতে পারেন একটি ক্রিস্টাল। 
সূর্য নারায়ণের মূর্তি- যারা ফার্মেসির ব্যবসা করেন বা ওষুধ সংক্রান্ত কাজকর্ম করে থাকেন তারা শোয়ার ঘরে একটি সূর্য নারায়ণের মূর্তি রাখতেই পারেন। চাইলে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভরাই এই মূর্তি ঘরে রেখে সফল হতে পারেন। 

বাড়ির প্রবেশদ্বারে কখনই ডাস্টবিন রাখবেন না। তাতে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা বাড়বে। রাবান্দায় কখনই বিছানার চারদ মেলবেন না। মাসে একবার অন্তত অফিসে বা কর্মস্থলে সহকর্মীদের মিষ্টি খাওয়ান। 

মনেরাখবেন বাড়িতে প্রতিবৃহস্পতিবার হদুদ রঙের কোনও খাবার খেতে হবে। ভুলেও সবুজ রঙের কোনও খাবার খাবেন না। বুধবার সবুজ রঙের খাবার খেলে উপকার পাবেন। বাড়িতে বা কর্মস্থলে কখনই মাকড়সার জাল তৈরি হতে দেবেন না। ঘরে অবশ্যই একটি লাল রঙের ওড়ানা রাখুন। চাকরিজীবীদের উন্নতির জন্য বেডরুমে রঙিন মাছের ছবি বা অ্যাকোরিয়াম খুবই জরুরি। 

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul