নতুন বছরেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে, নববর্ষে বাড়িতে আনুন এগুলি

আগামী বছর যেন আপনার শুভ হয়। তারজন্য এখন থেকেই তৈরি শুরু করে দিন। নতুন বছরে ঘরে আনুন এই ৭টি জিনিস। 

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই এসে পড়বে আরও একটি নতুন বছর। কিন্তু আপনি নিশ্চয় চান না গতবছরের মত আগামী বছরও যেন তেমন খারাপ না যায়। আগামী বছর যেন বয়ে আনে আপনার জন্য সুখ আর সমৃদ্ধি। তবে তার জন্য এখন আর হাতগুটিয়ে বসে থাকলে চলবে না। কারণ বাংলায় নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। কারণ নতুন বছরে আপনি যদি এই জিনিসগুলি ঘরে আনেন তাহলে অবশ্যই ফিরবে আপনার ভাগ্য। 

ধাতব কচ্ছপ
প্রাচীন বিশ্বাস হল ধাতুর তৈর কচ্ছপ বাড়ির জন্য শুভ। তবে নববর্ষের দিন যদি ঘরে ধাতুর কচ্ছপ আনেন তবে সেটি অবশ্যই বাড়ির উত্তর দিকে রাখবেন। এটি অশুভ শক্তি দূর করে। আর সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। 

Latest Videos

গণেশের মূর্তি
বাধাবিঘ্ন দূর করে সিদ্ধিলাভে সাহায্য করে গণেশ। হিন্দু শাস্ত্রে তেমনই বিশ্বাস করা হয়। গণেশ প্রতিকূলতা দূর করে। তাই অর্থের সমস্যা সমাধান করতে লেখাপড়ায় শুভফল পেতে নতুন বছরের প্রথমদিনে ঘরে আনতেই পারেন গণেশের মূর্তি। গণেশ রাখলে দিনে একটা জবাফুল দিতেই পারেন। 

নারকেল
বছরের প্রথমদিনে নারকেল ঘরে আনুন। উন্নতির পথ প্রসস্ত হবে। হিন্দুশাস্ত্র মতে নারকেল শুভ। তাই শুভদিনে এটি ঘরে আনলে উপকার পাবেন। 

মুক্তা শঙ্খ
এটির বিশেষত্ব হল এটি বাড়ি থেকে অশুভশক্তি দূর করে। তবে এটি বাড়িতে রাখতে নিত্যপুজোর দরকার। নাহতে হিতে বিপরীত হতে পারে। তাই মুক্তা শঙ্খ ঘরের আনার আগে একবার অবশ্যই ভেবে দেখবেন। 

ময়ুরের পালক
শুভ বার্তা নিয়ে আসে ময়ুরের পালক। শ্রীকৃষ্ণের নিত্যসঙ্গী। ঘরে যদি তিনটি বা পাঁচটি ময়ুরের পালক রাখেন তাহলে শুভফল পাবেন। 

তুলসী গাছ
দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন। তাহলে আর দেরি না করে নতুন বছরেই বাড়িতে নিয়ে আসুন তুলসীর চারা। এটি অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে প্রতিষ্ঠা করুন। বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে।  

পিরামিড
সমৃদ্ধি বহন করে পিরামিড। এটি দীর্ঘদিনের পুরনো বিশ্বাস। তবে বাড়িয়ে আনতে একটি নির্দিষ্ট স্থানে এটিতে স্থাপন করুন। দেখবে ফল পাবেন। 
 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury