কেমন হয় বৃশ্চিক রাশি ব্যক্তিদের কর্মজীবন

  • জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়
  • নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন
  • বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না
  • রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে

deblina dey | Published : Aug 11, 2019 3:52 AM IST

প্রতিটি মানুষেরই জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। তবে এমন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী জীবনে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। সেভাবেই আজ জেনে নেব, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয়।
এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির জাতক জাতিকারা প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। নিজের মনের মত চলতে ভালবাসে। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। পাইলট, সামরিক অফিসার, সৈনিক, পুলিশ অফিসার, পদস্থ সরকারি কর্মচারী, প্রভৃতি পেশায় নিযুক্ত হলে জীবনে দ্রুত উন্নতি করবে। উদ্ভাবনী শক্তি, বাস্তব ও ব্যবহারিক জ্ঞান থাকায় অধিকাংশ কাজে সাফল্য আসে। কিন্তু জেদী মনোভাব এবং অতিরিক্ত অহংকারের কারণে গোপন শত্রুতা বৃদ্ধি পায়। আর কর্মক্ষেত্রে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে এই শত্রুতার আঁচ লাগে।বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির সঙ্গে সম্পর্ক বা বিয়ে হলে শুভ।

Share this article
click me!