পরিবারকে ভাল রাখার জন্য অনেকেই অনেক কিছু করেন। কিন্তু সবসময় তাতে কাজও হয়না। তবে বাস্তুর নিয়ম মেনে যদি আপনি চলেন তাহলে আগের থেকে অনেক ভাল থাকবেন। তাহলে জেনে নিন বাস্তুর সেই নিয়মগুলি-
আরও পড়ুন, যুদ্ধের দেবতা হিসেবে পরিচিত, জেনে নিন এই বছরের কার্তিক পুজোর নির্দিষ্ট দিন ও সময়
বন্ধ ঘড়ি কখনই ঘরে রাখবেন না। ঘরে বন্ধ ঘড়ি থাকা মানে নিজের ভাগ্য থেমে থাকা। তাই ঘরের সমস্ত ঘড়ি যেন ঠিকমতো কাজ করে অবশ্যই নজরে রাখা উচিত।
প্রত্যেকেই যে যার নিজের ভাগ্যে খাবার পান। তাই কখনোই খাবার নষ্ট করা উচিত নয়। তাই প্লেটে খাবার নষ্ট করাটা মোটেই উচিত নয়। খাওয়া-খাওয়ার পরে অতি দ্রুত প্লেট ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিন পরিবারের সবাই। শাস্ত্র এবং বৈদিক মতে এতে সৌভাগ্য ফিরে আসবে।
আরও পড়ুন, এই মন্ত্র পাঠে, বাড়িতেই গঙ্গা স্নানের সমান পুণ্য
সারাদিনের অন্তত কিছুটা সময় সবাই মিলে খোলা আকাশের নিচে সময় কাটান।ঘরের জানলা ভোর বেলা খুলে দিন। ঘরে সূর্য রস্মি প্রবেশ করার পথ তৈরি করুন। এর ফলে ঘরে কোনও পজিটিভ এনার্জি প্রবেশ করবে। এতে শরীরেও পজিটিভি ফিলিং তৈরি হবে ।সারা দিনে অন্তত ২০ মিনিট করে ঘরের জানলা খুলে রাখা উচিত । আপনার বাড়ির বাথরুম পরিস্কার রাখুন। বাথরুম ব্যবহার করার পরে ভিজে থাকা মেঝেও মুছে ফেলা অত্য়ন্ত প্রয়োজন ।নিজের চারিপাশটাকেও পরিস্কার রাখুন। আপনার বাড়ির চারিদিক পরিস্কার রাখলে বাস্তুমতে আপনার পরিবারের ভাল দিন ফিরে আসবে।