জীবনে কি অনেক টাকার মালিক হবেন, জানুন আঙুল দেখেই

কোনও জাতক-জাতিকার আর্থিক পরিস্থিতি ঠিক কেমন থাকবে তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র থেকে। আসলে জাতক-জাতিকার হাতের অনামিকা আঙুল অর্থাৎ রিং ফিঙ্গারের গঠন দেখে কারও আর্থিক পরিস্থিতি কেমন যাতে সেই সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা তৈরি হয়।

জ্যোতিষশাস্ত্র (Astrology) কোনও ব্যক্তির ভবিষ্যদ্বাণী করতে পারে। এমনকী, সেই ব্যক্তির চাকরি, প্রেম, দাম্পত্য (Future) ঠিক কেমন কাটবে তা নিয়েও গণনা করে অনেক কথাই বলে দেওয়া যায়। আসলে এক একটা রাশি (Zodiac Sign) এক এক ধরনের হয়ে থাকে। যখন যে রাশির উপর যে গ্রহের প্রভাব পড়ে তখন সেই রাশির সঙ্গে ঠিক তেমনটাই ঘটতে থাকে। কখনও সময় ভালো যায় তো কখনও খারাপ। আবার গ্রহের অবস্থান বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। কোনও কিছুই খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। তবে শুধুমাত্র মানুষের ভবিষ্যৎই নয়, কোনও মানুষ ঠিক কেমন ধরনের তাও জানা যায় জ্যোতিষের মাধ্যমেই। এই শাস্ত্রের মাধ্যমে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দেখে তাঁদের ব্যক্তিত্ব সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। 

কোনও জাতক-জাতিকার আর্থিক পরিস্থিতি ঠিক কেমন থাকবে তা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় জ্যোতিষশাস্ত্র থেকে। আসলে জাতক-জাতিকার হাতের অনামিকা আঙুল অর্থাৎ রিং ফিঙ্গারের (Ring Finger) গঠন দেখে কারও আর্থিক পরিস্থিতি কেমন যাতে সেই সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা তৈরি হয়। কোন ধরনের অনামিকা কীরকম আর্থিক জীবন বহন করে আনে তা জেনে নিন...

Latest Videos

মোটা অনামিকা
অনেক সময় চেহারা খুব বেশি ভারী না হলেও অনেকের হাতের অনামিকা আঙুল মোটা হয়। তাঁদের অর্থ লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমের মাধ্যমেই জীবনে অনেক সাফল্য পান তাঁরা। কিন্তু, ভাগ্য তাঁদের খুব একটা সহায় হয় না। সব সময়ই তাঁদের বড় চিন্তার মধ্যে থাকতে হয়। অর্থ সঞ্চয়ের দিক থেকেও সব সময় তাঁদের পিছিয়ে থাকতে হয়। তবে এই সব ব্যক্তিরা স্বচ্ছ মনের মানুষ হন। অবশ্য এই ধরনের মানুষরা যথেষ্ট স্পষ্টবাদী হন।

আরও পড়ুন- অলস ও দায়িত্বজ্ঞানহীন হন এই ৫ রাশির জাতকরা, এঁদের এড়িয়ে চলাই ভালো

পাতলা অনামিকা
যে জাতকদের অনামিকা পাতলা তাঁরা নিজের জীবনে প্রচুর অর্থ ও ঐশ্বর্য লাভ করেন। আর টাকাও যেমন থাকে তেমনই দামী জিনিস কেনার শখও থাকে এঁদের। পাশাপাশি নিজেরা যেমন জিনিস কেনেন তেমনই দান করতেও ভালোবাসেন। আর মুখে যা বলেন তাই করেন। প্রেম জীবনে বিশ্বস্ত হন পাতলা অনামিকার জাতকরা। কাউকে ভালোবাসলে তাঁদের কাছে সৎ থাকেন। সেই সম্পর্ক কীভাবে পালন করতে হয় তা ভালো করেই জানেন। 

আরও পড়ুন- বুধবার ভুলেও এই কাজগুলি করবেন না, দেখা দিতে পারে আর্থিক সমস্যা

ছোট অনামিকা
সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী যে জাতকদের অনামিকা আঙুলের দৈর্ঘ্য ছোট, তাঁরা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ লাভ করেন। ব্যবসায়ী এঁরা বেশ সাফল্য লাভ করেন। আর টাকা যেমন উপার্জন করেন তেমন উড়িয়ে দেন না। অর্থ সঞ্চয়ে অত্যন্ত দক্ষ হন ছোট অনামিকা আঙুলের জাতকরা। বিলাসবহুল জীবনযাপনের শখ থাকে এঁদের। পাশাপাশি সততার সঙ্গে যে কোনও সম্পর্ক পালন করে চলেন এই জাতকরা।

আরও পড়ুন- আগামীকালই হাতে প্রচুর টাকা আসবে এই রাশির জাতকদের, আপনিও কি রয়েছেন এই তালিকায়

লম্বা অনামিকা
তর্জনীর তুলনায় অনামিকা আঙুলের দৈর্ঘ্য বেশি হওয়াকে সামুদ্রিক শাস্ত্রে শুভ মনে করা হয়। এই শাস্ত্র মতে এমন জাতকদের আর্থিক পরিস্থিতি খুব ভালো হয়। এমনকী, এঁদের জীবনে অর্থের অভাব কোনও দিনই দেখতে পাওয়া যায় না। জীবনে প্রচুর নাম ও খ্যাতি অর্জন করেন এঁরা। প্রশাসনিক পদে চাকরি পান তাঁরা। তবে চাকরির পাশাপাশি ব্যবসা করার শখ থাকে এঁদের।

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News