এই পাঁচ রাশির ছেলে-মেয়েদের থেকে সাবধান, গোয়েন্দাগিরিতে পটু হন এরা

Published : Mar 07, 2022, 05:07 PM ISTUpdated : Mar 07, 2022, 05:09 PM IST
এই পাঁচ রাশির ছেলে-মেয়েদের থেকে সাবধান, গোয়েন্দাগিরিতে পটু হন এরা

সংক্ষিপ্ত

সম্পর্কে সন্দেহ একবার উঁকি দিলে, সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। তাই সম্পর্কে জড়ানোর আগে জেনে নিন জ্যোতিষ (Astrology Prediction) মত। রইল কয়টি রাশির ছেলে-মেয়ের কথা। জ্যোতিষ মতে, যারা খুবই গুপ্তচরবৃত্তি করে থাকেন। দেখে নিন এই তালিকায় কারা আছেন।        

রিয়া ও অভিজিতের সম্পর্কটা প্রায় ৩ বছরের। শুরুতে সব ভালোই ছিল। দুজনে একই কলেজে পড়তেন। সম্পর্কের ১ বছর ঘুরতে না ঘুরতে নানান অশান্তি দেখা দেয়। রিয়া কারও সঙ্গে কলেজে কথা বললেনই অভিজিৎ সন্দেহ করে, ফোন সামান্য ব্যস্ত রাখার উপায় নেই, যা পোশাক পরে তাই নিয়েই ওর আপত্তি। সারাক্ষণ রিয়ার পিছনে গোয়েন্দাগিরি (Spy) করে যাচ্ছে। রিয়া অনেক অন্যায় মেনে নিয়েছে। কিন্তু, শেষ রক্ষা হল না। এত সমস্যার থেকে ব্রেকআপ যে সেরা অপশন তা বুঝে গিয়েছে রিয়া। শুধু রিয়া নয়, এমন সমস্যায় ভুক্তভোগী অনেকে। সম্পর্কে সন্দেহ একবার উঁকি দিলে, সেই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। তাই সম্পর্কে জড়ানোর আগে জেনে নিন জ্যোতিষ (Astrology Prediction) মত। রইল কয়টি রাশির ছেলে-মেয়ের কথা। জ্যোতিষ মতে, যারা খুবই গুপ্তচরবৃত্তি করে থাকেন। দেখে নিন এই তালিকায় কারা আছেন।        

মেষ রাশি
খুবই আবেগপ্রবণ স্বভাবের হয় মেষ (Aries) রাশির ছেলে-মেয়েরা। অনুভূতি সম্পর্কে স্পষ্ট হন এরা। তাই যদি আন্দাজ করেন যে তাঁর স্ত্রী বা স্বামী তার সঙ্গে প্রতারণা করছে, তাহলে সঠিক তথ্য না পাওয়া পর্যন্ত সন্ধান চালিয়ে যাবেন। এরা গুপ্তচরবৃত্তি করতে পারেন খুব। এই কাজে পটু স্বভাবের হন মেষ রাশির জাতক জাতিকারা।    

বৃষ রাশি
এরা সম্পর্কের প্রতি যত্নবান হয়ে থাকেন বৃষ রাশির (Taurus) ছেলে-মেয়েরা। এবার সততাকে বড় মূল্য দেন। তাই তারা সব কিছুর শেষ পর্যন্ত অনুসন্ধান করে যান। এর জন্য তারা সমস্ত নিয়ম ভাঙতে রাজি। এরা সম্পর্কের থাকাকালীন সন্দেহ করতে পছন্দ করেন। কারণ ছাড়াই সঙ্গীর পিছনে গুপ্তচরবৃত্তি করে থাকেন।  

কন্যা রাশি
কন্যা রাশির (Virgo) জাতক-জাতিকারা সম্পর্কের পরিপূর্ণতা প্রসঙ্গে খুবই অবিচল। সামান্য খুঁত খুঁজে পেল সতর্ক হন। নিরলস গুপ্তচরবৃত্তি করেন এরা। তাই এই রাশির ছেলে-মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সতর্ক হন।  
 
ধনু রাশি
সন্দেহ ও বিভ্রান্তির মধ্যে আটকাতে পছন্দ করেন না এরা। তাই সামান্য খুঁত অনুভব করলে গুপ্তচরবৃত্তি করা থাকে। ধনু রাশির (Sagittarius) ছেলে-মেয়েদের থেকে সতর্ক।

মকর রাশি
এরা সব সময় জীবনে সেরাটা চান মকর রাশির (Capricorn) জাতক জাতিকারা। সেকারণে কঠিন পরিশ্রমও করেন। সঙ্গীর ওপর গোয়েন্দাগিরি করে থাকেন। মকর রাশির ছেলে-মেয়েদের মনে সন্দেহ ঢুকলে বিপদ। 

আরও পড়ুন- সোমবার বাড়িতে এইভাবে করুন রুদ্রাভিষেক, পূরণ হবে সব ইচ্ছা

আরও পড়ুন- গ্রহের অশুভ প্রভাব কমাতে এই রত্নগুলি ধারণ করলে, দেখা দেয় অসাধারণ পরিবর্তন

আরও পড়ুন- তামার আংটি ধারন এই রাশির জাতকদের জন্য শুভ, ফল দেয় অবিশ্বাস্য
 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে মঙ্গলবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত নিতে হতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল