Affordable Cars under 5 Lakhs: ৫ লাখেরও কম দাম! বিরাট মাইলেজ এবং দুর্দান্ত লুক? বাজার কাঁপানো গাড়িগুলি

Published : May 17, 2025, 02:40 PM ISTUpdated : May 17, 2025, 02:43 PM IST

Affordable Cars under 5 Lakhs: দিন দিন চাহিদা বাড়ছে গাড়ির। আর তাই মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই বাজার কাঁপানো সেরা কয়েকটি গাড়ি নিয়ে আজ কথা বলব। 

PREV
112
গাড়ি চড়তে কে না ভালোবাসে?

আর তা যদি হয় সাধ্যের মধ্যে, তাহলে তো কথাই নেই। 

212
আজ এমন কয়েকটি গাড়ি নিয়ে কথা বলব

যেগুলির দাম ৫ লাখ টাকারও কম। আপনি যদি বাজেটের মধ্যে প্রথম গাড়ি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এগুলি আপনার জন্য সেরা অপশন হতে পারে (affordable cars with good mileage)। 

312
এই গাড়িগুলিতে পাওয়া যায় দুর্দান্ত মাইলেজ

সেইসঙ্গে, স্টাইলিশ লুকও কিন্তু নজর কাড়ে গ্রাহকদের। 

412
Maruti Suzuki Alto K10

প্রথমেই আসা যাক মারুতি সুজুকি অল্টো কে ১০-এর কথায়। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৯৯ লাখ টাকা থেকে। 

512
মাইলেজ দেয় প্রায় ২৪.৩৯ কিমি প্রতি লিটার এবং গাড়িটিতে রয়েছে ১.০ লিটারের একটি পেট্রোল ইঞ্জিন,

স্টাইলিশ ফ্রন্ট গ্রিল, ডুয়াল এয়ার ব্যাগ, ABS + EBD, টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্টও রয়েছে Maruti Suzuki Alto K10-এ (top 5 cheapest cars in india)।

612
Renault Kwid

এবার আসা যাক রেনল্ট কুইডের কথায়।  

712
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৭০ লাখ টাকা থেকে

মডেলটি মাইলেজ দেয় ২২-২৪ কিমি/লিটার এবং গাড়িটিতে একটি ৮০০ সিসি-র ইঞ্জিন রয়েছে। 

812
এছাড়াও ১.০ লিটার অপশনও আছে

ডিজিটাল স্পিডো মিটার, ৮ ইঞ্চি টাচ স্ক্রিন, রিয়ার পার্কিং সেন্সর, SUV এর মতো স্টান্স, কম বাজেটেও SUV-এর মতো লুক এবং প্রিমিয়াম ফিচার্স রয়েছে গাড়িটিতে (cheapest cars in India 2025)। 

912
Maruti Suzuki S Presso

গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.২৬ লাখ টাকা থেকে। মাইলেজ দিতে পারে প্রায় ২৪.৭৬ কিমি/লিটার এবং একটি  ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে।

1012
Smart Play Studio ইন্টিগ্রেটেড টাচ স্ক্রিন, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল

হাই সিটিং পজিশন, কমপ্যাক্ট এবং হালকা ওজনের হওয়ায় শহুরে যাতায়াতের জন্য আদর্শ অপশন হতে পারে এটি। 

1112
Bajaj Qute (RE60)

মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৬১ লাখ টাকা থেকে। CNG ভ্যারিয়েন্টে, মাইলেজ প্রায় ৪৩ কিমি/কেজি (affordable cars under 5 lakhs)। 

1212
গাড়িটির ভিতর চারজন বসার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে

মূলত কম খরচে শহরের মধ্যে চলাচলের জন্যও এই গাড়িটি ডিজাইন করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories