Ather Rizta: মাত্র ২০ মাসে ২ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড! ভারতে ব্যাপক চাহিদা এই ইলেকট্রিক স্কুটির

Published : Dec 21, 2025, 07:44 PM IST

Ather Rizta: সম্প্রতি লঞ্চ হওয়া একটি ইলেকট্রিক স্কুটার অ্যাথার রিজটা মাত্র ২০ মাসের মধ্যে ২ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। কার্যত, নয়া রেকর্ড স্পর্শ করে ফেলেছে এই মডেলটি। 

PREV
14
সেরা ইলেকট্রিক স্কুটার?

মাত্র ২০ মাসের মধ্যে ২ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া একটি ইলেকট্রিক স্কুটার অ্যাথার রিজটা কার্যত, নয়া রেকর্ড স্পর্শ করে ফেলেছে।  

24
দেশের সেরা ৩টি ব্র্যান্ডের মধ্যে একটি

দিনদিন ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। এই স্কুটারের সাফল্য এথারকে দেশের সেরা ৩টি ব্র্যান্ডের মধ্যে একটি করে তুলেছে। 

34
২টি ট্রিম এবং ৪টি ভ্যারিয়েন্ট

দেশজুড়ে মোট ৫২৪টি ডিলারশিপ রয়েছে। এথার রিজ়টা ২টি ট্রিম এবং ৪টি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে গ্রাহকদের জন্য। ২.৯ kWh ব্যাটারিতে ১২৩ কিমি ও ৩.৭ kWh ব্যাটারিতে ১৫৯ কিমি রেঞ্জ দেয়। 

44
এক্স-শোরুম দাম কত?

এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.১৫ লক্ষ টাকা থেকে। আর সেই মডেলই মাত্র ২০ মাসের মধ্যে ২ লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড ছুঁয়ে ফেলেছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories