আর সেই মাইলস্টোনের সেলিব্রেশনে কোম্পানিটি নির্বাচিত বেশ কয়েকটি মডেলের উপর অফার চালু করেছে
ফলে, চলতি এপ্রিল মাসে ৭,৩০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে বাইকগুলিতে।
210
বাজাজ অটো লিমিটেডের অন্যতম একটি মোটরসাইকেল ব্র্যান্ড হল পালসার
যেটি ৫০ টিরও বেশি দেশে, কার্যত বিশ্বব্যাপী ২ কোটিরও বেশি ইউনিট বিক্রি হওয়ার ফলে একটি উল্লেখযোগ্য মাইলস্টোন স্পর্শ করেছে। আর যার জেরেই বাজাজ সিদ্ধান্ত নিয়েছে যে, পালসারের বেশ কয়েকটি মডেলে বিশেষ অফার (Special Offer) চালু করা হবে।
310
তাই চলতি এপ্রিল মাসে গ্রাহকরা ৭,৩০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন সেই মডেলগুলিতে
আর তারপর ১ কোটি বিক্রিতে পৌঁছতে ১৭ বছর সময় লেগে গেছিল ২০১৮ সাল পর্যন্ত। তবে পরবর্তী ১ কোটি ইউনিট মাত্র ৬ বছরের মধ্যেই বিক্রি হয়ে গেল। অর্থাৎ, ২০১৯ থেকে ২০২৫। সংস্থাটি সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছে, পালসার বর্তমানে ২০টিরও বেশি মহাদেশে বিক্রিতে একেবারে শীর্ষস্থানে রয়েছে। যার মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাইক বাজার।
510
এবার বিশেষ ছাড়?
আর এই সাফল্যকে সঙ্গী করেই, বাজাজ অটো নির্বাচিত কয়েকটি পালসার মডেলে সীমিত সময়ের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে (bajaj pulsar sales milestone celebration prices)।