Bajaj Pulsar NS160 Bike News: একাধিক নতুন আপডেটে নিয়ে বাজারে আসছে বাজাজ পালসার NS160?

Bajaj Pulsar NS160 Bike News: চলতি ২০২৫ সালে, বাজাজ পালসার NS160-তে রয়েছে তিনটি রাইডিং মোডসহ নতুন ABS। সঙ্গে স্মার্টফোন কানেকশন এবং উন্নত সুরক্ষা ব্যবস্থাও আছে।

Subhankar Das | Published : Mar 30, 2025 9:19 PM
110
চলতি ২০২৫ সালে, বাজাজ পালসার NS160 একটি দারুণ আপডেট নিয়ে বাজারে আসছে

আসছে রঙেরও একাধিক পরিবর্তন (Bajaj Pulsar NS160 Bike News)। 

210
তার মধ্যে অন্যতম একটি আপডেট হল তিনটি রাইডিং মোডসহ নতুন ABS

সামগ্রিক ডিজাইন এবং ফিচারের দিক দিয়ে দেখতে গেলে NS200 আগের মডেলগুলির মতোই। 

310
বাজাজ অবশ্য এখনও মডেলটিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি

তবে এটি ইতিমধ্যেই ডিলারশিপে আসা শুরু করে দিয়েছে। 

410
কী কী ফিচার রয়েছে?

১৬০.৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিন (Bajaj pulsar n160 on road price)।  

510
এই ইউনিটটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত

১৭ bhp-এর সর্বোচ্চ শক্তি এবং ১৪.৬ Nm-এর টর্ক সরবরাহ করে থাকে। 

610
বাইকটিতে রয়েছে রিভার্স-এলসিডি লাইট এবং ব্লুটুথ ডিভাইস

সঙ্গে একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। 

710
স্মার্টফোন অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে নোটিফিকেশন

বাইক চালকরা SMS, কল এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন অ্যাক্সেস করতে পারবেন। 

810
দাম কত?

বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১,৪৬,৭০১ টাকা থেকে (Bajaj pulsar n160 new model 2025)। 

910
তবে বাজাজ পালসার NS160 ABS মোডের সঙ্গে এলে কিছুটা দাম বৃদ্ধি পেতে পারে বলে বলে মনে করা হচ্ছে

তবে ভালো ব্রেকিং ক্ষমতা রয়েছে মডেলটির। 

1010
টেক্কা দেবে প্রতিদ্বন্দ্বীদের

NS160 160cc বিভাগে এই আপডেটগুলির সঙ্গে এলে স্বাভাবিকভাবেই টেক্কা দেবে প্রতিদ্বন্দ্বীদের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos