Subhankar Das | Updated : Mar 28 2025, 05:03 PM IST
110

আর এই তালিকায় একেবারে প্রথমেই আছে বাজাজ কুট আরই৬০ (Bajaj Qute RE60)
এই মডেলটি ভারতের প্রথম অটো ট্যাক্সি হিসেবে পরিচিত (Best 5 Affordable Cars in India)।
210
গাড়িটির মাইলেজ ৩৫ - ৪৩ কিমি/লিটার এবং সঙ্গে রয়েছে ২১৬ সিসির একটি ইঞ্জিন
মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৬১ লক্ষ টাকা থেকে (Best 5 Affordable Cars under 5 lakhs)।
310
এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে মারুতি সুজুকি অল্টো কে ১০ (Maruti Suzuki Alto K10)
দেশের বুকে সস্তা গাড়িগুলির মধ্যে মারুতি সুজুকির এই মডেলটি অত্যন্ত জনপ্রিয় (top 5 best affordable cars)।
410
মাইলেজ দেবে ২৪.৩৯ - ২৪.৯ কিমি/লিটার এবং সঙ্গে থাকছে ৯৯৮ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন (Engine)
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৩.৯৯ লক্ষ টাকা থেকে (top 5 best budget cars)।
510
তালিকার তৃতীয় স্থানে রয়েছে মারুতি সুজুকি এস-প্রেসো (Maruti Suzuki S Presso)
ভারতের অন্যতম একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি (top 5 best budget cars in 2025)।
610
যে মডেলটি মাইলেজ দিচ্ছে ২৪.১২ - ২৫.৩ কিমি/লিটার এবং সঙ্গে আছে ৯৯৮ সিসির একটি শক্তিশালী ইঞ্জিন
গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা থেকে (top 5 low budget cars)।
710
রেনল্টের এই মডেলটি বেশ সাশ্রয়ী (Renault Kwid)
তালিকায় রেনল্ট কুইড রয়েছে ঠিক চতুর্থ স্থানে (top 5 low price car in India)।
810
মাইলেজ দেয় ২১ - ২২ কিমি/লিটার এবং গাড়িটিতে আছে একটি ৯৯৯ সিসির শক্তিশালী ইঞ্জিন
মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৬৯ লক্ষ টাকা থেকে (cheapest cars in India)।
910
সবশেষে আসা যাক মারুতি সেলেরিওর (Maruti Suzuki Celerio) কথায়
দুর্দান্ত একটি মডেল। যারা সাধ্যের মধ্যে গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য একেবারে আদর্শ একটি অপশন হয়ে উঠতে পারে (cheapest cars in India 2025)।
1010
মাইলেজ দেয় ২৬ কিমি/লিটার এবং গাড়িটিতে রয়েছে একটি ৯৯৮ সিসির ইঞ্জিন
মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে (affordable cars for beginners)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।