১ সেপ্টেম্বর দাম বাড়ছে, কেনার পরিকল্পনা থাকলে এখনই বুক করুন বিএমডব্লু

Published : Aug 14, 2025, 09:41 PM IST
BMW

সংক্ষিপ্ত

BMW India: বিশ্বের অন্যতম বিলাসবহুল ও জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা বিএমডব্লু। ভারতেও এই ব্র্যান্ডের গাড়ি অত্যন্ত জনপ্রিয়। তবে কয়েকদিনের মধ্যেই ভারতে বিএমডব্লুর সব গাড়ির দাম বাড়তে চলেছে।

DID YOU KNOW ?
সাইকেলও আছে বিএমডব্লুর
শুধু বিলাসবহুল গাড়িই নয়, মোটর সাইকেল, বাইসাইকেলও তৈরি করে জার্মানির সংস্থা বিএমডব্লু।

BMW Car: আর মাত্র কয়েকদিন, তারপরেই ভারতে বিএমডব্লুর সব গাড়ির দাম বাড়তে চলেছে। বিএমডব্লু ইন্ডিয়ার (BMW India) পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ১ সেপ্টেম্বর ভারতে বিএমডব্লু গাড়ির দাম ৩ শতাংশ বাড়তে চলেছে। ভারতে তৈরি হয় এই সংস্থার গাড়ি। এর মধ্যে আছে বিএমডব্লু ২ সিরিজ গ্র্যান কুপ, বিএমডব্লু ৩ সিরিজ লং হুইলবেস, বিএমডব্লু ৫ সিরিজ লং হুইলবেস, বিএমডব্লু ৭ সিরিজ, বিএমডব্লু এক্স ১, বিএমডব্লু এক্স ৩, বিএমডব্লু এক্স ৫, বিএমডব্লু এক্স ৭, বিএমডব্লু এম ৩৪০ আই ও বিএমডব্লু আই এক্স ১ লং হুইলবেস। এছাড়া বিএমডব্লু আই ৪, বিএমডব্লু আই ৫, বিএমডব্লু আই ৭, বিএমডব্লু আই ৭ এম ৭০, বিএমডব্লু আই এক্স, বিএমডব্লু জেড ৪ এম ৪০ আই, বিএমডব্লু এম ২ কুপ, বিএমডব্লু এম ৪ কম্পিটিশন, বিএমডব্লু এম ৪ সি এস, বিএমডব্লু এম ৫, বিএমডব্লু এম ৮ কম্পিটিশন কুপ ও বিএমডব্লু এক্স এম (প্লাগ-ইন-হাইব্রিড) ভারতে পাওয়া যায়। কয়েকদিন পর এই সব গাড়ির দামই বাড়তে চলেছে।

ভারতে বাড়ছে বিক্রি

ভারতে বিএমডব্লু গ্রুপের (BMW Group India) প্রেসিডেন্ট ও সিইও বিক্রম পাওয়া (Vikram Pawah) জানিয়েছেন, ‘চলতি বছরের প্রথমার্ধে ভারতে বিএমডব্লুর উন্নতি ও গাড়ি বিক্রি হার চমকপ্রদ। তবে বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের উত্থান-পতন, বিশ্বজুড়ে সরবরাহ সংক্রান্ত বিষয় জড়িত। কাঁচামাল ও পরিবহণ সংক্রান্ত খরচ বেড়ে গিয়েছে। আমরা ক্রেতাদের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে গাড়ি বিক্রি করতে চাই। তাঁদের অভিজ্ঞতা যাতে ভালো হয়, সেই চেষ্টা চালিয়ে যাই। এবারের উৎসবের মরসুমে আমরা বেশ কিছু নতুন ধরনের গাড়ি নিয়ে আসতে চলেছি। বিএমডব্লুর বিলাসবহুল, অগ্রগামী গাড়ির চাহিদা বাড়ছে। আমরা গ্রাহকদের ব্যতিক্রমী গাড়ি ও উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিতে চাই।’

ইএমআই-তেও কেনা যাবে বিএমডব্লু গাড়ি

বিএমডব্লু ইন্ডিয়া ফিন্যান্সিয়াল সার্ভিসেস (BMW India Financial Services) গ্রাহকদের জন্য বিশেষ অফার দিচ্ছে। ইএমআই-তেও এই গাড়ি কেনা সম্ভব। নির্বাচিত মডেলের গাড়িতে সুদের হারও কম।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯১৬
১৯১৬ সালের ৭ মার্চ বিএমডব্লু সংস্থা প্রতিষ্ঠিত হয়
১০৯ বছর আগে প্রতিষ্ঠিত হয় বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লু।
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত
BMW F 450 GS: নতুন BMW F 450 GS লঞ্চ হচ্ছে কবে? সামনে চলে এল মেগা আপডেট