দীপাবলিতে দুর্দান্ত অফার! ট্রেন্ডি সানরুফ, টাটা নেক্সনে ছাড় প্রায় ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত

টাটা নেক্সন এখন দুটি সানরুফ অপশনে পাওয়া যাচ্ছে: সিঙ্গেল-প্যান এবং প্যানোরামিক। উৎসবের ছাড় হিসেবে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে। ৫ স্টার সুরক্ষা রেটিং সহ অন্যান্য আকর্ষণীয় বৈশিষ্ট্যও রয়েছে।

Subhankar Das | Published : Oct 28, 2024 7:06 PM IST / Updated: Oct 29 2024, 12:37 AM IST
110
দুটি সানরুফ অপশনে টাটা নেক্সন কিনুন

৫ স্টার সুরক্ষা রেটিং সহ ভারতের অন্যতম নিরাপদ গাড়ি। 

210
দীপাবলিতে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়

নেক্সন প্রথমে সিঙ্গেল-প্যান সানরুফ নিয়ে এসেছিল, পরে প্যানোরামিক সানরুফ যুক্ত হয়েছে।

310
টাটা নেক্সন কিনলে উৎসবের ছাড় পান

সব ভার্সনে দুই ধরনের সানরুফ। 

410
পেট্রোল ও ডিজেল মডেলে ভয়েস-অ্যাসিস্টেড সিঙ্গেল-প্যান সানরুফ

ফিয়ারলেস+ ট্রিমে ভয়েস-অ্যাসিস্টেড প্যানোরামিক সানরুফ। 

510
সিএনজি ভার্সনেও প্যানোরামিক সানরুফ

৬টি এয়ারব্যাগ, ESC, হিল হোল্ড অ্যাসিস্ট, ৩৬০° ক্যামেরা সহ নানা বৈশিষ্ট্য টাটা নেক্সনে। 

610
১০.২৫ ইঞ্চি ইনফোটেইনমেন্ট ডিসপ্লে, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার্প্লে

ওয়্যারলেস চার্জিং। ৫ স্টার সুরক্ষা রেটিং। উৎসবের ছাড় ৮০,০০০ টাকা পর্যন্ত।

710
৪৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত গ্রাহক সুবিধা

সিঙ্গেল-প্যান সানরুফ পেট্রোল নেক্সনের দাম ৮.৯৯ লক্ষ টাকা থেকে শুরু। 

810
ডিজেল ভার্সনের দাম ১১.২৯ লক্ষ টাকা থেকে শুরু

প্যানোরামিক সানরুফ পেট্রোল ভার্সনের দাম ১৩.৫৯ লক্ষ টাকা থেকে শুরু।

910
ডিজেল প্যানোরামিক ভার্সনের দাম ১৪.৯৯ লক্ষ টাকা থেকে শুরু

ডার্ক এডিশন ডিজেল প্যানোরামিক ভার্সনের দাম ১৫.৭৯ লক্ষ টাকা। 

1010
নেক্সনের দাম ৭.৯৯ লক্ষ থেকে ১৫.৭৯ লক্ষ টাকা

১.২ লিটার টার্বো পেট্রোল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন। সিএনজি ভার্সনও আছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos