DesertX Rally-তে মোট ছয় ধরণের রাইডিং মোড রয়েছে। সেগুলি হল স্পোর্টস, ট্যুরিং, আরবান, ওয়েট, এন্ডুরো, র্যালি। সেগুলির মাধ্যমে পরিস্থিতি অনুযায়ী, বাইকের অবস্থা রাইডার সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। কর্নারিং এবিএস, Ducati Traction Control (DTC), Ducati Wheelie Control (DWC)-এর মতো সুরক্ষার ফিচারও এটিতে যুক্ত করা হয়েছে। ৫-ইঞ্চির রঙিন TFT ডিসপ্লে স্মার্টফোন কানেক্টিভিটি, মিউজিক, কল ম্যানেজমেন্ট এবং নেভিগেশন সাপোর্ট থাকছে বাইকটিতে।