First car buyer in India: ভারতের কোন মানুষটি প্রথম গাড়ি কিনেছিলেন জানেন? রইল সেই আপডেট

সংক্ষিপ্ত

First car buyer in India: গাড়ি চড়তে কে না ভালোবাসেন। অনেকেই গাড়ি কিনতেও ভীষণ আগ্রহী। কিন্তু ভারতের বুকে প্রথম যে মানুষটি গাড়ি কেনার সাহস দেখিয়েছিলেন, তাঁকে চেনাটাও তো জরুরি একটা বিষয়।

First car buyer in India: ভারতীয় হিসেবে প্রথম কড়ি খরচা করে গাড়ি (Personal Car) কিনেছিলেন তিনি। আর এই ভারতবর্ষের মাটিতে তাঁর গাড়িই প্রথম কোনও ভারতীয় (Indian Citizen) হিসেবে কেনা ব্যক্তিগত গাড়ির মর্যাদা পায়। আর তাঁকে কার্যত, এক ডাকে চেনে গোটা ভারত।

ভারতে তাঁর নাম জানেন না, এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। আরও ভালোভাবে বলতে গেলে, সেই মানুষটিকে সবাই চেনেন এক নামে। কারণ, তিনি এতটাই পরিচিত একজন মানুষ। আসলে তাঁর সাফল্যের তালিকা যে অনেকটা লম্বা। একজন ভারতীয় হিসেবে দেশের প্রতি তাঁর অবদান কারও অজানা নয় (first time car buyer India)।

Latest Videos

আর এই দেশের সেই বিখ্যাত মানুষটির দীর্ঘ সাফল্যের তালিকার মধ্যে একটি অবশ্যই তাঁর নিজের গাড়ি। কারণ, তিনিই ছিলেন প্রথম কোনও ভারতীয়, যিনি সেই সময় ব্যক্তিগত গাড়ি কিনতে পেরেছিলেন। তাই ভারতীয় হিসেবে প্রথম ব্যক্তিগত গাড়ির মালিক তিনিই।

তখন তিনি থাকতেন বোম্বে শহরে, বর্তমানে যার নাম মুম্বই। তৎকালীন বম্বের বাসিন্দা সেই মানুষটি ছিলেন ভারতের কিংবদন্তি এক শিল্পপতি। যার নাম জামশেদজি টাটা। তবে ইতিহাস ঘাঁটলে জানা যায়, ভারতে তার আগেই গাড়ি প্রবেশ করেছিল। তবে সেটি কোনও ভারতীয় কেনেননি। সেই গাড়ি কিনেছিলেন এক ব্রিটিশ ব্যক্তি। তাঁর নাম ছিল ফস্টার। তবে তারপর যে মানুষটি ভারতীয় হিসেবে গাড়ি কেনার প্রথম সাহস দেখান, তিনি হলেন জামশেদজি টাটা (first time car buyer India)।

সালটা ১৮৯৮। ভাবনা তো দূর, হয়ত কোনও ভারতীয় কল্পনাতেও আনতে পারতেন না যে, তাঁর নিজের একটি ব্যক্তিগত গাড়ি থাকবে। অবশ্য গোটা পৃথিবী জুড়েই ব্যক্তিগত গাড়ি তখন হাতেগোনাই কয়েকটা রয়েছে। আর সেই সময় দাঁড়িয়েই কার্যত, ইতিহাস তৈরি করে ফেলেছিলেন জামশেদজি টাটা। কিনে ফেলেছিলেন নিজের একটি গাড়ি। পরবর্তী সময়ে, ভারতীয় গাড়ি শিল্পে তাঁর নিজের সংস্থা টাটা মোটরস একাধিক এবং অত্যাধুনিক গাড়ি তৈরি করেছে এবং এখনও তা বিদ্যমান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'২৬ হাজার চাকরি বাতিলে দায়ী মমতার সরকার', দেখুন কী বলছেন সুকান্ত-সুজন-সৌম্য
কেন যোগ্য অযোগ্য বাছাই করেন নি? এসএসসি ভবনে প্রশ্ন করেছিলেন শুভেন্দু, ভাইরাল সেই ভিডিও