Ford India: ভারতে ফিরছে ফোর্ড! প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত, কিন্তু কী কী কারণে দেরি হচ্ছে?

Published : Jul 13, 2025, 12:10 AM IST
Ford India: ভারতে ফিরছে ফোর্ড! প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত, কিন্তু কী কী কারণে দেরি হচ্ছে?

সংক্ষিপ্ত

Ford India: আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ফোর্ড ভারতে আবার কাজ শুরু করবে বলে ফোর্ডের শীর্ষস্থানীয় ডিলারশিপের একজন কর্তা জানিয়েছেন। 

Ford India: বিখ্যাত আমেরিকান গাড়ির ব্র্যান্ড ফোর্ড ভারতে আবার ফিরতে চলেছে। তবে সংস্থাটির প্রত্যাবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই জোর আলোচনা চলছিল। তামিলনাড়ুর উৎপাদন কেন্দ্র পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েই আমেরিকান গাড়ি নির্মাতারা এগোতে চাইছেন বলে খবর আসছে। জানা যাচ্ছে, আগামী ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকেই কোম্পানিটি ভারতে কাজ শুরু করবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ফোর্ডের একজন শীর্ষস্থানীয় ডিলারশিপের কর্তা জানিয়েছেন। তবে কিছু আইনি জটিলতার জন্য একটু দেরি হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২৫ সালের শেষের দিকে ফোর্ড ভারতে কাজ শুরু করতে পারে

ভারতে যন্ত্রাংশ তৈরি করা তুলনামূলকভাবে কম খরচের মধ্যে হওয়ায়, ফোর্ড আবারও ভারতে ফিরে আসতে চায়। এছাড়া ভারতে ইতিমধ্যেই একটি সুপ্রতিষ্ঠিত সাপ্লাই চেইন রয়েছে তাদের। এটা তো একটা বাড়তি সুবিধা। বর্তমানে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের মতো আন্তর্জাতিক বাজারের জন্য ফোর্ড গাড়ি তৈরি করে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি ভারতের শক্তিশালী একটি বন্দর পরিকাঠামোও রয়েছে। ফলে, বিভিন্ন দেশে গাড়ি রপ্তানির ক্ষেত্রে সেটা একটা বাড়তি সুবিধা।

শুল্ক সংক্রান্ত কিছু সমস্যা সমাধানের জন্য ভারতে ফোর্ডের প্রবেশের ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে বলে খবর। ফোর্ড তামিলনাড়ু সরকারের কাছে একটি চিঠি জমা দিয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে ফোর্ড ভারত থেকে বেরিয়ে যাওয়ার পর, অব্যবহৃত মারাইমালাই নগর উৎপাদন কেন্দ্রটি সংস্কারের জন্য ফোর্ডের তরফে এমনিতেই একটি বড় বিনিয়োগের প্রয়োজন রয়েছে। 

ফোর্ডের পরিকল্পনা কী?

ফোর্ডের পরিকল্পনা অনুযায়ী, এর ফলে কর্মসংস্থান তৈরি করবে এবং ভারতের একটি শীর্ষস্থানীয় অটোমোবাইল উৎপাদন কেন্দ্র হিসেবে রাজ্যের অবস্থানকে শক্তিশালী করবে। সম্পূর্ণরূপে তৈরি (CBU) অথবা সম্পূর্ণরূপে নক-ডাউন (CKD) আইসিই মডেল নিয়ে ফোর্ড ভারতীয় বাজারে পুনরায় প্রবেশ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তাদের প্রাথমিক লক্ষ্য থাকবে, বৈদ্যুতিক গাড়ি রপ্তানির দিকে।

চেন্নাই কেন্দ্রটিকে একটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করারও পরিকল্পনা করছে ফোর্ড, এমনটাই জানা যাচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?
একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত