Royal Enfield শোরুমের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি ব্যাংক এবং NBFC এই ধরনের বাইক লোন অফার করছে। EMI শুরু ৩,০০০ প্রতি মাসে মডেল অনুযায়ী ভিন্ন হতে পারে, ঋণ মেটানোর সময় ১ – ৩ বছর পর্যন্ত, সুদের হার ৯.৫% থেকে শুরু ও সিভিল স্কোরের ওপরে এই হার ১৫% পর্যন্ত যেতে পারে, প্যান কার্ড, আধার কার্ড, ইনকাম প্রুফ থাকতে হবে বা আরও কোন নথি চাইলে সেটা দিতে হবে গ্রাহককে।