বাজারে এবার জিও ইলেকট্রিক স্কুটার, মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ১১০ কিমি! দাম কত জানেন?

Published : Nov 08, 2024, 05:21 PM IST

রিলায়েন্স জিও শীঘ্রই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। 

PREV
110
জিও ইলেকট্রিক স্কুটার

এর বৈশিষ্ট্য, দাম এবং অন্যান্য তথ্য জেনে নিন। 

210
রিলায়েন্স জিও বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছে

জিও ফোন, সিম, স্ট্রিমিং, অ্যাপ এর পর এবার ইলেকট্রিক স্কুটার। 

310
ওলা, এথার, টিভিএস, ওকিনাওয়া, বাজাজ, হোন্ডা-র পর জিয়ো বাজারে আনছে নতুন ইলেকট্রিক স্কুটার

জিওর নতুন ইলেকট্রিক স্কুটারে থাকছে নতুন নতুন বৈশিষ্ট্য। 

410
একবার চার্জেই ১১০ কিমি যাওয়া যাবে

জিওর নতুন স্কুটারে থাকছে ক্লাউড সংযোগ। 

510
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট এবং অন্যান্য সুবিধা

এই স্কুটারে রয়েছে ক্ষমতাশালী ব্যাটারি, যা একবার চার্জ করলেই ১১০ কিমি পর্যন্ত যাবে।

610
অন্যদিকে, গতি ৮০ কিমি/ঘণ্টা।

দাম ৮০,০০০ টাকা হতে পারে।

710
ফলে, এবার গাড়ির বাজারেও চলে এল জিও

আনছে নতুন ইলেকট্রিক স্কুটার। 

810
আর যে একবার চার্জ দিলেই ছুটবে ১১০ কিমি পর্যন্ত

দাম এক লাখের মধ্যেই হবে সম্ভবত। 

910
থাকবে সবরকম আধুনিক সুবিধা

ফলে, আর নেই চিন্তা। 

1010
কিনে ফেলুন নতুন এই গাড়ি

আর দেরি কীসের?

click me!

Recommended Stories