
Mahindra XEV 9S: বাজারে লঞ্চ হয়ে গেল মাহিন্দ্রা এক্সইভি ৯এস সেভেন সিটার প্রিমিয়াম এসইউভি (Mahindra XEV 9S features)। মাহিন্দ্রার এই ৭ সিটার ফ্যামিলি ইলেকট্রিক এসইউভিটির চলতি ২০২৫ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল (7 seater electric SUV India)।
সেটাই করল এই নামী গাড়ি সংস্থাটি। XEV 9e-এর মতোই, এই নতুন মাহিন্দ্রা ইলেকট্রিক SUV-তেও একটি ট্রিপল-স্ক্রিন সেটআপ রয়েছে। যার মধ্যে আছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং সামনের যাত্রীর জন্য একটি বিশেষ এন্টারটেইনমেন্ট ডিসপ্লে।
সেইসঙ্গে, গ্লস ব্ল্যাক স্টিয়ারিং হুইলে থাকবে কালারফুল লোগো, হারমান কার্ডন সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ, অটো হোল্ড সহ ইলেকট্রনিক পার্কিং ব্রেক, স্লাইডিং সেকেন্ড-রো সিট এবং মেমরি ফাংশন সহ পাওয়ার-অ্যাডজাস্টেবল ড্রাইভার সিটের মতো ফিচার্সগুলিও রয়েছে মাহিন্দ্রা এক্সইভি ৯এসে।
XEV 9e এবং BE 6-এর মতো, XEV 9S-এও টগল পাওয়ার উইন্ডো সুইচ থাকছে। এছাড়াও মাহিন্দ্রা XEV 9S-এ থ্রি-জোন ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড, ম্যাসাজিং ফ্রন্ট সিট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, সাতটি এয়ারব্যাগ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম এবং ফ্রন্ট ও রিয়ার পার্কিং সেন্সরের মতো ফিচার্স রয়েছে।
অন্যদিকে, ৭-সিটার XEV 9S ইলেকট্রিক SUV-টি XEV 9e-এর মতোই 59kWh এবং 79kWh ব্যাটারি প্যাকের সঙ্গে বাজারে এসেছে। সিঙ্গেল মোটর কনফিগারেশনে, এই ব্যাটারিগুলি যথাক্রমে ৫৪২ কিমি এবং ৬৫৬ কিমি (MIDC রেঞ্জ) পর্যন্ত রেঞ্জ দিতে পারে। আশা করা যায় যে, XEV 9S তার ৫-সিটার মডেলের মতোই রেঞ্জ অফার করবে।
মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১৯.৯৫ লক্ষ টাকা থেকে এবং সর্বাধিক দাম ২৯.৪৫ লক্ষ টাকা। অর্থাৎ, গাড়িপ্রেমীদের জন্য মেগা আপডেট। বাজারে লঞ্চ হয়ে গেল মাহিন্দ্রা এক্সইভি ৯এস সেভেন সিটার প্রিমিয়াম এসইউভি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।