
Maruti Grand Vitara: মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL) ২০২৫ গ্র্যান্ড ভিটারা CNG ভারতীয় বাজারে ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১৩.৪৮ লক্ষ টাকা থেকে।
এই মডেলটি ৬টি এয়ারব্যাগ সহ ABS, EBD, হিল হোল্ড অ্যাসিস্ট, ESP, সামনের এবং পিছনের ডিস্ক ব্রেক, আইসোফিক্স চাইল্ড সিট সহ একাধিক সেফটি এবং সিকিউরিটি ফিচার সহ গাড়িটি বাজারে এসেছে।
দাম শুরু হচ্ছে ১৩.৪৮ লক্ষ টাকা থেকে এবং সর্বাধিক ১৫.৬২ লক্ষ টাকা। ১.৫ লিটার K15 ইঞ্জিন সমৃদ্ধ এই মডেলটি CNG-তে ৮৮ hp পাওয়ার এবং ১২১.৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। পেট্রোলে ১০৩ hp পাওয়ার এবং ১৩৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে মডেলটি। অপরদিকে, ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স রয়েছে এই গাড়িটিতে।
গাড়িটি প্রতি কেজিতে ২৬.৬ কিমি মাইলেজ দেবে বলে জানিয়েছে মারুতি সুজুকি।
২০২৫ সালের নয়া গ্র্যান্ড ভিটারা S-CNG উন্নত সেফটি এবং সিকিউরিটি ফিচার সহ ৬টি এয়ারব্যাগ সমেত গাড়িটি আসবে বলে জানিয়েছেন মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের মার্কেটিং এবং সেলস বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পার্থ বন্দ্যোপাধ্যায়। নতুন প্রজন্মের K-সিরিজের গাড়িটি ১.৫ লিটার ডুয়েল জেট এবং ডুয়েল VVT ইঞ্জিন সহ দুর্দান্ত মাইলেজ দেয় বলেও তিনি উল্লেখ করেছেন।
তাছাড়া PM 2.5 ডিসপ্লে সহ অটো এয়ার পিউরিফায়ার, ৯-ইঞ্চি স্মার্টপ্লে প্রো+ ইনফোটেইনমেন্ট সিস্টেম, ক্লারিয়ন প্রিমিয়াম সাউন্ড সিস্টেম, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, রিভার্স পার্কিং ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, ভেন্টিলেটেড সামনের সিট, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পিছনের AC ভেন্ট, ৬০:৪০ স্প্লিট পিছনের সিট, কিলেস এন্ট্রি, অটো-ফোল্ডিং ORVM এবং সুজুকি কানেক্ট সহ একাধিক ফিচার রয়েছে গাড়িটিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।