'দামে কম মানে ভালো' স্বল্প বাজেটে এবার ফ্যামিলি কার, ৩.৩৯ লাখ টাকায় আসছে নতুন Maruti Alto 800

Published : Oct 23, 2024, 05:58 PM ISTUpdated : Oct 23, 2024, 06:03 PM IST
Maruti Alto 800

সংক্ষিপ্ত

ভারতের অটোমোবাইলের বাজার (Automobile Market) কাঁপাতে আসছে নতুন মডেল। 

ভারতের অটোমোবাইলের বাজার (Automobile Market) কাঁপাতে আসছে নতুন মডেল। আর মারুতি সুজুকি (Maruti Suzuki) এই জগতে অন্যতম একটি জনপ্রিয় নাম।

বিশেষ করে মারুতি অলটো ৮০০ (Maruti Alto 800), যা গোটা দেশের মধ্যে বেশ সস্তা এবং জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি। এই গাড়িটিকে সাধারণত ফ্যামিলি কার হিসেবেই বিবেচনা করা হয়। তাছাড়া এটি উচ্চ মাইলেজের জন্যও বেশ পরিচিত।

নতুন Alto 800 গাড়ির বিশেষ বৈশিষ্ট্যগুলি জেনে নিন

Maruti Alto 800 গাড়িটির ডিজাইন ঠিক কেমন? গাড়িটিতে একটি 768CC পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা 48bhp শক্তি এবং 69 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। অন্যদিকে, এতে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সও থাকবে। আর এই গাড়িটিতে নতুন একটি স্মার্ট স্পেসিফিকেশন যুক্ত করা হয়েছে। যা গাড়িটিকে আরও আধুনিক এবং আকর্ষণীয় করে তোলে।

অপরদিকে, এই গাড়িটির নতুন ডিজাইনে একটি আকর্ষনীয় চেহারা রয়েছে এবং এটি শহরের যেকোনও রাস্তায় সহজে চলাফেরার জন্য ভীষণভাবেই উপযোগী। এছাড়াও, গাড়িটির আধুনিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ সংযোগ, ইউএসবি পোর্ট, রিভার্স পার্কিং সেন্সর, ডুয়াল এয়ারব্যাগ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম।

উল্লেখ্যোগ্য বিষয় হল, গাড়ির সাশ্রয়ী মূল্য

নতুন Maruti Alto ৮০০-এর ইঞ্জিন কিন্তু বেশ শক্তিশালী। এটি সিএনজি এবং পেট্রোল উভয় ভেরিয়েন্টেই উপলব্ধ। পেট্রোল ভেরিয়েন্ট প্রতি লিটারে ২২.০৫ কিমি মাইলেজ দেয়, যা শহুরে এবং গ্রামীণ এলাকায় চলাফেরার জন্য বেশ সুবিধাজনক বলেই মনে করছে উৎপাদনকারী সংস্থা।

অন্যদিকে, সিএনজি ভেরিয়েন্ট প্রতি কেজি সিএনজিতে ৩৬ কিমি মাইলেজ প্রদান করে। যা বাজেটের দিক থেকে অনেকটাই সাশ্রয়ী। সবচেয়ে বড় কথা হল যে, ভারতে এই গাড়ির দাম তুলনামূলকভাবে খুবই কম। এী গাড়ির দাম ৩.৩৯ লাখ টাকা হবে।

তবে এই নতুন Maruti Alto গাড়ি এখনও বাজারে লঞ্চ হয়নি। এই গাড়ি মার্কেটে লঞ্চ হলে, স্বল্প বাজেটে একটি বেস্ট অপশন হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Mahindra SUV: এসইউভি-র বাজারে ঝড় তুলতে চায় মাহিন্দ্রা, বাজার কাঁপাতে আসছে নতুন দুটি মডেল?
Kia Sorento India Launch: বাজারে আসছে কিয়ার পরবর্তী প্রিমিয়াম মডেল সোরেন্টো, ফিচার কী কী থাকবে?