EV Scooter: মাত্র ৫৭,৭৫০ টাকায় বাজারে এবার নতুন ই-স্কুটার, গ্রাহকদের জন্য বিরাট সুযোগ?

Published : Dec 11, 2025, 01:23 PM IST

কোয়ান্টাম বিজনেস এক্সএস নামে একটি নতুন ইলেকট্রিক স্কুটার ভারতে লঞ্চ হয়েছে। জানা যাচ্ছে, মূলত ডেলিভারি কর্মীদের জন্যই এটি ব্যাটারি-সোয়াপিং (BaaS) মডেলে মাত্র ৫৭,৭৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

PREV
13
কোয়ান্টাম বিজনেস এক্সএস স্কুটি লঞ্চ

EV Scooter: ভারতে ইলেকট্রিক স্কুটারের চাহিদা প্রতিদিন বাড়ছে। একদিকে কম রক্ষণাবেক্ষণ খরচ এবং বেশি মাইলেজের কারণে ইভি মডেল কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে। তাছাড়া ডেলিভারি কর্মীদের জন্য কম দামে কোয়ান্টাম বিজনেস এক্সএস স্কুটি লঞ্চ হয়েছে বাজারে।

23
দেশজুড়ে ১১০০টির বেশি সোয়াপ স্টেশন

এই স্কুটারটি ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস (BaaS) মডেলে বিক্রি হয়। তাই প্রাথমিক খরচ অনেকটাই কম। দেশজুড়ে ১১০০টির বেশি সোয়াপ স্টেশনে ২ মিনিটে ব্যাটারি বদলানো যায়। ফলে, চার্জিংয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয় না।

33
আগামী তিন বছরে ১০,০০০টি ইউনিট বিক্রি?

কোয়ান্টাম বিজনেস এক্সএস স্কুটির এক্স-শোরুম দাম মাত্র ৫৭,৭৫০ টাকা। ইন্ডোফাস্ট এনার্জির লক্ষ্য হল, ২০২৫-২৬ অর্থবর্ষে ১,০০০টি এবং আগামী তিন বছরে ১০,০০০টি ইউনিট বিক্রি করা। 

Read more Photos on
click me!

Recommended Stories