Rajdoot 350: বাজারে আসছে রাজদূত ৩৫০, রয়্যাল এনফিল্ডের সঙ্গে জোর টক্কর?

Published : Jul 06, 2025, 04:16 PM IST

বিখ্যাত রাজদূত মোটরসাইকেল ব্র্যান্ড নতুন রাজদূত ৩৫০ মডেল নিয়ে ফিরে আসছে। 

PREV
17
রাজদূত ৩৫০ বাইক

রেট্রো লুক এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে তৈরি এই বাইকে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার, LED হেডল্যাম্প সহ নানা বৈশিষ্ট্য। 

27
একটা সময় ভারতের রাস্তায় খুবই পরিচিত নাম ছিল রাজদূত

এবার সেই ব্র্যান্ডটিই নতুন মডেল রাজদূত ৩৫০-কে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে বাজারে ফিরে আসছে। 

37
আগের মডেলগুলির থেকে অনেক উন্নত বৈশিষ্ট্য থাকবে বলে জানা গেছে

বাইকপ্রেমীদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার এবং ক্লাস্টার থাকবে বলে জানিয়েছে কোম্পানি। 

47
২০২৫ সালের রাজদূত ৩৫০ কর্মক্ষমতা

সুরক্ষার দিক থেকে উন্নতমানের হবে বলে জানা গেছে। তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে LED হেডল্যাম্প, LED টার্ন ইন্ডিকেটর এবং উন্নত ব্রেকিং সিস্টেম থাকবে। 

57
ফিচার কী কী থাকবে?

রাজদূত ৩৫০ আধুনিক বাইক চালকদের জন্য অতিরিক্ত সুবিধা নিয়ে আসছে। 

67
USB চার্জিং পোর্ট হল একটি আকর্ষণীয় সংযোজন এই বাইকটিতে

আনুমানিক মূল্য এবং মাইলেজ কত? 

77
রাজদূত ৩৫০ কার্যত, ৪০ কিমিরও বেশি মাইলেজ দেবে বলে আশা করছেন সবাই

আনুমানিক এক্স-শোরুম মূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories