তিন বছর পর, রেনল্ট ডাস্টার ভারতীয় বাজারে আবারও ফিরে আসছে। গত ২০২২ সালে, প্রোডাকশন বন্ধ হয়ে যায় এই SUV-টির। এবার তৃতীয় প্রজন্মের মডেল হিসেবে চলতি ২০২৬ সালের মার্চ মাসে, লঞ্চের আগেই নজর কাড়ছে মডেলটি। নতুন ডাস্টারের ডিজাইন এবং ফিচার, আগের থেকে সম্পূর্ণ আলাদা।