Car Loan: নতুন গাড়ি কেনার টাকা থাকলেও ঋণ নেওয়া উচিত? জেনে নিন কারণ

Published : May 25, 2025, 04:35 PM IST

আপনি কি গাড়ি বা বাইক কিনতে চান? আপনার কাছে কি যানবাহন কেনার জন্য পুরো টাকা আছে? সম্পূর্ণ টাকা দিয়ে কিনবেন না। অবশ্যই ঋণ নিয়ে কিনুন। কারণ এর পেছনে একটি যুক্তি আছে। আসুন জেনে নেওয়া যাক। 

PREV
15
টাকা থাকলেও ঋণ কেন নেবেন?

কিছু লোক টাকা জমিয়ে রেখে পর্যাপ্ত সঞ্চয়ের পরে জিনিসপত্র কিনে থাকেন। কিন্তু বেশিরভাগ লোক ঋণ নিয়ে কিনে থাকেন। পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ঋণেই কিনে থাকেন। এর জন্য সুদও দিতে হয়। তবুও ঋণেই কিনে থাকেন। এতে টাকা নষ্ট হয় বলে অনেকে মনে করেন। কিন্তু ঋণ নিয়ে কেনার ফলে আপনার আর্থিক পরিকল্পনায় ব্যাঘাত ঘটবে না। 

25
১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট করলেই চলবে

গাড়ি বা বাইক কেনার জন্য আপনার কাছে যথেষ্ট টাকা থাকলেও আপনাকে মাত্র ১০ থেকে ২০ শতাংশ ডাউন পেমেন্ট করলেই চলবে। বাকি অর্থ ব্যাংক এবং ঋণ প্রদানকারী সংস্থাগুলি ঋণ হিসেবে দেবে। তবে ঋণ নেওয়ার আগে অন্যান্য ব্যাংকের সুদের হার জেনে তুলনা করে দেখা ভালো।

35
টাকা থাকলেও ঋণ কেন নেবেন?

প্রত্যেকেই সঞ্চয় করে থাকেন। সেই সঞ্চয় ব্যবহার করে জিনিসপত্র কিনতে চান। এমন করলে আপনার জমানো সব টাকা একবারেই খরচ হয়ে যাবে। তখন কোনো জরুরি প্রয়োজনে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে। 

এই সময়ে কখন জরুরি অবস্থা তৈরি হবে তা কেউ বলতে পারে না। তাই জমানো সব টাকা দিয়ে গাড়ি বা বাইক কেনার চেয়ে ঋণ নিয়ে কেনাই ভালো। 

45
ঋণে কিনলে কি কি লাভ হয়

ঋণে কিনলে আপনার জরুরি তহবিলে কোনো সমস্যা হবে না। 

সুদ দিতে হবে ভেবে দুশ্চিন্তা থাকলেও, এটি বড় কোনো বোঝা নয়। প্রতি মাসে অল্প অল্প করে পরিশোধ করার ফলে আপনার দৈনন্দিন জীবনেও কোনো সমস্যা হবে না। 

আপনার যদি সুদ দেওয়া সমস্যার মনে হয়, তাহলে কিছু স্টার্টআপ ঋণ প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করুন। তারা কম সুদেই ঋণ দেবে। 

কম ইএমআই রাখার ফলে আপনি প্রতি মাসে কোনো সমস্যা ছাড়াই পরিশোধ করতে পারবেন। তাই টাকা থাকলেও ঋণ নিয়ে যানবাহন কিনলেই বেশি লাভ হয়। 

55
বাইক, গাড়ি কেনার আগে এসব জেনে নিন

নতুন বাইক, গাড়ি কেনার আগে কিছু বিষয় অবশ্যই জেনে নেওয়া উচিত। বাইক ঋণ, সুদের হার, প্রসেসিং ফি, বিলম্ব ফি, আগাম পরিশোধের ফি, ঋণের পূর্বে বন্ধ করার ফি, কোম্পানির শর্তাবলী জানার পরেই যানবাহন কেনা উচিত কিনা তা সিদ্ধান্ত নেওয়া উচিত। কোনটি বেশি? কোন ব্যাংকের সুদের হার কম? এসব তুলনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো। 

Read more Photos on
click me!

Recommended Stories