টাটা টিগোর (Tata Tigor Facelift) টাটার জনপ্রিয় সেডান টিগোর ফেসলিফ্টও প্রদর্শনীতে উপস্থিত থাকবে
ই গাড়িতে ১.২ লিটার পেট্রোল, CNG ইঞ্জিন, ৫-স্পিড ম্যানুয়াল, অটোমেটিক ট্রান্সমিশন থাকতে পারে। এই গাড়ি প্রতি লিটার পেট্রোলে ১৯.৪৩ থেকে ২৮.০৬ কি.মি. মাইলেজ দেবে বলে জানা গেছে। এর দাম ৬ লক্ষ টাকা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।