Tesla India Showroom: ভারতে চালু হচ্ছে টেসলার প্রথম শোরুম, আগামী ১৫ জুলাই থেকে মুম্বইতে শুরু বিক্রি?

Published : Jul 11, 2025, 01:48 PM ISTUpdated : Jul 11, 2025, 01:49 PM IST
Tesla India Showroom: ভারতে চালু হচ্ছে টেসলার প্রথম শোরুম, আগামী ১৫ জুলাই থেকে মুম্বইতে শুরু বিক্রি?

সংক্ষিপ্ত

Tesla India Showroom: আমেরিকান ইলেকট্রিক গাড়ির জায়ান্ট সংস্থা টেসলা আগামী ১৫ জুলাই, ভারতে তাদের প্রথম শোরুমটি খুলতে চলেছে মুম্বইয়ের বুকে। 

Tesla India Showroom: আমেরিকান ইলেকট্রিক গাড়ির জায়ান্ট টেসলা চলতি ২০২৫ সালের ১৫ জুলাই, ভারতে তাদের প্রথম শোরুমটি খুলতে চলেছে। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (BKC) এই লঞ্চ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। টেসলার সিইও ইলন মাস্ক নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মুম্বইয়ের BKC এলাকায় টেসলা তাদের প্রথম অফিসিয়াল শোরুমটি খুলছে। এই শোরুমে, গ্রাহকরা টেসলার ইলেকট্রিক গাড়ি এবং প্রযুক্তি সম্পর্কে বিশদে জানতে পারবেন। তাছাড়া টেসলা প্রথমে ভারতে মডেল ওয়াই গাড়িটি লঞ্চ করবে। প্রায় ৭০ লক্ষ টাকা হতে পারে এই গাড়িটির এক্স-শোরুম মূল্য। ভারতের জন্য প্রয়োজনীয় ডানদিকের স্টিয়ারিং যুক্ত গাড়িগুলি জার্মানির কারখানা থেকে ভারতে আনা হবে।

তবে ভারতের বুকে টেসলার প্রধান গাড়িটি হবে মডেল ওয়াই 

দেশে ইলেকট্রিক গাড়ির চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে, ভবিষ্যতে আরও একাধিক মডেল আনার পরিকল্পনা করছে কোম্পানিটি। প্রাথমিকভাবে টেসলা ভারতে গাড়ি আমদানি করবে। কিন্তু অদূর ভবিষ্যতে, ভারতেই নিজেদের গাড়ি তৈরির বিষয়টি বিবেচনা করতে পারে সংস্থাটি। স্থানীয় উৎপাদনকারী কোম্পানিগুলিকে কর ছাড় এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য ইতিমধ্যেই একটি নতুন ইলেকট্রিক গাড়ির নীতি নিয়ে কাজ করছে ভারত সরকার। যা টেসলাকে ভারতে কারখানা তৈরি করতে সহায়তা করবে।

টেসলার সঙ্গে এলন মাস্ক তাঁর ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কও ভারতে শুরু করতে পারেন। সম্প্রতি স্যাটেলাইট যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য স্টারলিঙ্ক ভারতের IN-SPACe বিভাগ থেকে অনুমোদন পেয়ে গেছে। দেশের দুর্গম এবং গ্রামীণ এলাকায় হাই স্পিড ইন্টারনেট সার্ভিস দেওয়া স্টারলিঙ্কের প্রধান লক্ষ্য বলে জানা যাচ্ছে। 

এইসবের মাহেই আগামী ১৫ জুলাই, টেসলার এই লঞ্চ অনুষ্ঠানটি ভারতের অটোমোবাইল এবং ডিজিটাল ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। অর্থাৎ, টেসলার মডেল ‘Y’ গাড়ির লঞ্চের সঙ্গে স্টারলিঙ্কের বিষয়টিও ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?
একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত